বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে একক নাটক সেহেরির আত্মপ্রকাশ ।

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

 

রিপোর্ট – ভয়েস অব সুন্দরবন।।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অন্যরকম ইমোশনাল একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক সেহেরি।

নাটকটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা, প্রাঙ্কিং তারকা তামিম খন্দকার ও জনপ্রিয় অভিনেত্রী আদ্রিতা তিথি। আল আমিন স্বপন এর রচনায় সেহেরি নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সময়ের জনপ্রিয় তরুণ মেধাবী পরিচালক রাজ্জাক রাজ।
নাটকের গল্প সম্পর্কে অভিনেতা তামিম খন্দকার বলেন, সেহেরি নাটকের গল্পটা আসলেই চমৎকার। রোজার মাসে বিবেক বিক্রি করে দিয়ে মানুষ যে খারাপ কাজগুলো করে থাকে তার বিরুদ্ধে বেশ কিছু ম্যাসেজ রয়েছে এই নাটকে। আর রাজ্জাক রাজ ভাইয়ে পরিচালনায় এটিই আমার প্রথম কাজ। সেই হিসাবে বলতে গেলে রাজ ভাইয়ের নির্মাণ আসলেই অন্য রকম। আমার প্রিয় দর্শকবৃন্দ একটি সুন্দর গল্পের ভাল নাটক দেখতে পাবেন।
অভিনেত্রী অদ্রিতা তিথি বলেন, রাজ্জাক রাজ ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা আসলেই অন্যরকম। তিনি ঠান্ডা মেজাজের একজন গুণী পরিচালক। সেহেরি নাটকের গল্পটাও একটু অন্যধরনের ইমোশনাল। নাটকটি দেখা শুরু করলে আশা করি দর্শকরা গল্পে ঢুকে যাবে, ভাল কিছু ম্যাসেজ পাবে আর শেষ মুহুর্তে কাদতে বাধ্য হবে।
সেহেরি নাটকের পরিচালক তরুণ মেধাবী নির্মাতা রাজ্জাক রাজ বলেন, সেহেরি নাটকের গল্পটি আমাদের সকলের জীবনে সচারাচর ঘটে যাওয়া কিছু ইমোশনাল বাস্তব ঘটনার সংমিশ্রণ। এই নাটকের মাধ্যমে মানুষ রমজানে কিছু চিরাচরিত ঘটনার পজেটিভ ম্যাসেজ পাবেন। রমজানে জিনিসপত্র বেশি দামে বিক্রি, অবৈধভাবে জিনিসপত্র মজুদ রাখা, রোজা না রেখে খারাপ কাজের প্রতি আগ্রহ, ভণ্ডামির আশ্রয় নিয়ে ভিক্ষাবৃত্তি করা এই রকম অনেক বিষয় নিয়ে দর্শক বেশ কিছু ম্যাসেজ পাবেন নাটকে। এই নাটকের অন্যান্য সকল অভিনেতা অভিনেত্রীরা অনেক ভাল অভিনয় করেছেন। এমনকি ছোট একটা বাচ্চা মেয়ে মিহিরা সেও দূর্দান্ত অভিনয় করেছে। সেহেরি নাটকে আরো অভিনয় করেছেন ইমরান আজান, ফাহমিদা তৃষা, শরীফ মোস্তাফিজুর রহমান, তমা ইসলাম, মোঃ শফিকুল ইসলাম লিপু, জসিম কায়কোবাদ সহ আরো অনেকে। নাটকটির চিত্রগ্রহণ করেছেন সুজন মেহমুদ। সহকারী পরিচালক ছিলেন মেহেদী হাসান রাব্বী ও জসিম কায়কোবাদ।
নাটকটি এন এন এফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আজ বিকাল ৩.৩৩ মিনিট থেকেই দর্শকরা দেখতে পাবেন।
পরিচালক রাজ্জাক রাজ বাংলা নাটকের প্রিয় দর্শকদেরকে সেহেরি নাটকটা পুরাটা দেখার জন্য এবং দেখার পরে ভাল লাগা মন্দ লাগা ইউটিউবে কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন।