এস কে সিরাজ, শ্যামনগর।।
শীতকালীন তীব্র ঠান্ডায় সীমান্ত এলাকার গরীব ও দুস্থ জনসাধারণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে গভীর রাতে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস্। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের হাতে কম্বল পৌঁছে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নীলডুমুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অপারেশন অফিসার মেজর সুস্মিত শোভন দাস, এএমসি এবং রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর ওয়ার্কসপ প্লাটুন অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ ফরিদুর রহমান খান (ই) বিএন। হাড়কাঁপানো শীতে প্রান্তিক জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে হঠাৎ করেই এই মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নামেন অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অধিনায়ক লেঃ কর্নেল শাহারিয়ার রাজীব উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে রাস্তার ধারে অবস্থানরত ছিন্নমূল মানুষ ও ঘরে থাকা দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বিজিবির কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এমন সহায়তা পেয়ে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় অধিনায়ক, ১৭ বিজিবি বলেন, সীমান্তবর্তী সাধারণ মানুষের দূর্ভোগের কথা মাথায় রেখে এবং বিজিবি মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনায় গভীর মানুষের দ্বারপ্রান্তে যাওয়ার চেষ্টা করেছি। যেকোন সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছাতে চাই।” বিজিবি মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, শীতের তীব্রতা অব্যাহত থাকলে এবং প্রয়োজন অনুযায়ী এই কম্বল বিতরণ কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে। বিজিবির এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং বাহনীর এমন ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।
##