সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

এলাকাবাসীর সাধুবাদ, সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করলেন আ’লীগ নেতা তোফায়েল

Reporter Name
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের কারনে প্রতিটি দেশের মত বাংলাদেশের জনগনও আতংকে দিন যাপন করছেন। মহামারির বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী ও বেসরকারী সকল প্রতিষ্ঠান ইতিমধ্যেই বন্ধ ঘোষনা করেছে সরকার। লকডাউন করা হয়েছে কিছু এলাকা। ফলে কর্মহীন হয়ে পড়েছে লাখো মানুষ। নিন্ম আয়ের মানুষের ভোগান্তি চরমে পৌছেছে। কিন্তু আশার কথা হলো দেশের এই সংকটময় মূহুর্তে অনেক বিত্তবানরাই এগিয়ে এসেছে মানবতার সেবায়। আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসহায়দের দিকে। ঠিক তেমনই নাসিক ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা তোফায়েল হোসেনও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজ বাড়ীর ভাড়াটিয়াদের চলতি মাসের বাড়ী ভাড়া মওকুফ করেছেন তিনি। এতে করে কিছুটা হলেও স্বস্তির ফেলছেন ভাড়াটিয়ারা। নাসিক ৩ নং ওয়ার্ডের আওয়ামীললীগ নেতা তোফায়েল হোসেন বলেন, বাংলাদেশ এখন বিপর্যয়ের মুখে। শুধুমাত্র সরকারের পক্ষে একা এই বিপর্যয় কাটিয়ে উঠা অসম্ভব। তাই সকলের উচিৎ নিজ অবস্থানে থেকে সামর্থ্য অনুযায়ী একে অন্যের পাশে দাড়ানো। তিনি আরও বলেন, প্রতিটি বাড়ীওয়ালার উচিৎ এমন পদক্ষেপ গ্রহন করা। কারন দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কেউই নিজেদের দায়িত্ব এড়াতে পারিনা। এ ব্যাপারে ভাড়াটিয়ারা বলেন, তোফায়েল হোসেনের এমন মহৎ উদ্যোগে আমরা শুধু অভিনন্দন নয় কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি। তিনি সকল বাড়ীওয়ালাদের জন্য আদর্শ। তার সাথে যদি সকলেই একাত্বতা ঘোষনা করে তাহলে সাধারন মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে। নাসিক ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা তোফায়েল হোসেনের এমন পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।