বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:২২ অপরাহ্ন

শিরোনাম:
অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হল হার্ট করো

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:২২ অপরাহ্ন

 

শেখ ফরিদ আহমেদ ময়না সাতক্ষীরা থেকে।
আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাটকরো (hatkoro.com)
বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো হাটকরো । সাতক্ষীরা শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত হাটকরো এই প্রতিষ্ঠানটির মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পন্যের সমাহার ও দৃষ্টি আকর্ষণ করে এমনই সব রকমারি প্রসার সাজিয়ে হাটকরো যাত্রা শুরু করলো।
হাটকরো তে রয়েছে ছোট বড় বিভিন্ন উদ্যোক্তা ও সঙ্গে আছে নতুন উদ্যোক্তাদের পণ্য হাটকরোর মাধ্যমে বিক্রির বিশেষ সুযোগ।
ইতিমধ্যে বিভিন্ন ক্রেতারা হাটকরো তে অর্ডার করছেন তাদের কাঙ্ক্ষিত পণ্য কেনার জন্য।
স্থানীয়ভাবে রান্নার গ্যাস, কাপড় লন্ড্রি-ওয়াস, আইসক্রিম ও কোমল পানীয় সহ মাছ, মাংস মুদি থেকে হোমমেড ফুড, ফ্যাশন, স্টেশনারি, ইলেকট্রিক গ্যাজেড সহ ২০+ ক্যাটগরীর পণ্য নিয়ে শুরু হয়েছে ।
থাকছে স্টক ক্লিয়ার অফার যা প্রতিদিন সন্ধার পর থেকে যে কোন সময় শুরু হয়ে কয়েক ঘন্টার জন্য থাকবে যেখানে থাকছে সবচেয়ে কম মূল্যে বিভিন্ন পণ্য যা সর্বোচ্চ রাত ১২.০০ টা পর্যন্ত থাকবে
এবং প্রতি শুক্রবার (ফ্রাইডে হাট) নামক একটি বিশেষ অফার যেখানে থাকছে সবচেয়ে কম মূল্যে বিভিন্ন পণ্য যা প্রতি শুক্রবার রাত ১০টায় শুরু হবে এছাড়া থাকছে প্রতিদিন ফ্লাশ সেল অফার সহ বিশেষ বিশেষ অফার।
তাদের মুল লক্ষ্য এখন সাতক্ষীরা শহরকেন্দ্রীক বিভিন্ন এলাকা ঘিরে স্থানীয়ভাবে অতীব দ্রুততার সহিত বিভিন্ন সেবা প্রদান করা হলেও পরবর্তিতে তা বিভিন্ন জেলা পর্যায়ে পৌছানো ও উন্নত সেবা প্রদান করা।
তারা চায় বিভিন্ন উদ্যোক্তাদের পণ্য বিক্রি প্রসার করা ও নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সঙ্গে শারিরিকভাবে অক্ষম উদ্যোক্তাদের বিশেষ সেবা প্রদান করা।

সেবাই আমাদের একমাত্র লক্ষ্য এই ব্রত নিয়ে হাটকরো এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, অতি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের পছন্দের পণ্যটি আপনাদের হাতে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ।
এ্যাপটি ডাউনলোড করতে প্লে-স্টোর গিয়ে সার্চ করুন hatkoro লিখে।##