শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের নতুন ১১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সরকারী হাসপাতালের কোলঘেষা আনিকা প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ, ক্লিনিক সীলগালা করার নির্দেশ সিভিল সার্জনের  নিরাপত্তার চাদরে সাতক্ষীরার সীমান্ত জনপদ, ১৭ বিজিবির ব্যাপক তৎপরতা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে সাতক্ষীরার সীমান্ত জনপদ, ১৭ বিজিবির ব্যাপক তৎপরতা চিংড়ী শিল্প বাঁচানোর দাবিতে সীমান্তবর্তী শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত  মাত্র ২০০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসা-কালিগঞ্জে মানুষের পাশে দাঁড়াল রিডা হাসপাতাল শ্যামনগরে ৫ই আগস্টের সুযোগে প্রবাসীর বসতভিটা ও দোকান জবর দখলের অভিযোগ সাতক্ষীরা ৪ আসনে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের “নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত” ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীর্ষ কে জেতাতে সাতক্ষীরা -৪ আসনে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দিলো সংবাদ সম্মেলনের মাধ্যমে  শ্যামনগরে এসএম হাবিবুর রহমান লিটনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে জরুরি এম্বুলেন্স সেবা চালু ‎
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে একক নাটক সেহেরির আত্মপ্রকাশ ।

Reporter Name
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

 

রিপোর্ট – ভয়েস অব সুন্দরবন।।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অন্যরকম ইমোশনাল একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক সেহেরি।

নাটকটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা, প্রাঙ্কিং তারকা তামিম খন্দকার ও জনপ্রিয় অভিনেত্রী আদ্রিতা তিথি। আল আমিন স্বপন এর রচনায় সেহেরি নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সময়ের জনপ্রিয় তরুণ মেধাবী পরিচালক রাজ্জাক রাজ।
নাটকের গল্প সম্পর্কে অভিনেতা তামিম খন্দকার বলেন, সেহেরি নাটকের গল্পটা আসলেই চমৎকার। রোজার মাসে বিবেক বিক্রি করে দিয়ে মানুষ যে খারাপ কাজগুলো করে থাকে তার বিরুদ্ধে বেশ কিছু ম্যাসেজ রয়েছে এই নাটকে। আর রাজ্জাক রাজ ভাইয়ে পরিচালনায় এটিই আমার প্রথম কাজ। সেই হিসাবে বলতে গেলে রাজ ভাইয়ের নির্মাণ আসলেই অন্য রকম। আমার প্রিয় দর্শকবৃন্দ একটি সুন্দর গল্পের ভাল নাটক দেখতে পাবেন।
অভিনেত্রী অদ্রিতা তিথি বলেন, রাজ্জাক রাজ ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা আসলেই অন্যরকম। তিনি ঠান্ডা মেজাজের একজন গুণী পরিচালক। সেহেরি নাটকের গল্পটাও একটু অন্যধরনের ইমোশনাল। নাটকটি দেখা শুরু করলে আশা করি দর্শকরা গল্পে ঢুকে যাবে, ভাল কিছু ম্যাসেজ পাবে আর শেষ মুহুর্তে কাদতে বাধ্য হবে।
সেহেরি নাটকের পরিচালক তরুণ মেধাবী নির্মাতা রাজ্জাক রাজ বলেন, সেহেরি নাটকের গল্পটি আমাদের সকলের জীবনে সচারাচর ঘটে যাওয়া কিছু ইমোশনাল বাস্তব ঘটনার সংমিশ্রণ। এই নাটকের মাধ্যমে মানুষ রমজানে কিছু চিরাচরিত ঘটনার পজেটিভ ম্যাসেজ পাবেন। রমজানে জিনিসপত্র বেশি দামে বিক্রি, অবৈধভাবে জিনিসপত্র মজুদ রাখা, রোজা না রেখে খারাপ কাজের প্রতি আগ্রহ, ভণ্ডামির আশ্রয় নিয়ে ভিক্ষাবৃত্তি করা এই রকম অনেক বিষয় নিয়ে দর্শক বেশ কিছু ম্যাসেজ পাবেন নাটকে। এই নাটকের অন্যান্য সকল অভিনেতা অভিনেত্রীরা অনেক ভাল অভিনয় করেছেন। এমনকি ছোট একটা বাচ্চা মেয়ে মিহিরা সেও দূর্দান্ত অভিনয় করেছে। সেহেরি নাটকে আরো অভিনয় করেছেন ইমরান আজান, ফাহমিদা তৃষা, শরীফ মোস্তাফিজুর রহমান, তমা ইসলাম, মোঃ শফিকুল ইসলাম লিপু, জসিম কায়কোবাদ সহ আরো অনেকে। নাটকটির চিত্রগ্রহণ করেছেন সুজন মেহমুদ। সহকারী পরিচালক ছিলেন মেহেদী হাসান রাব্বী ও জসিম কায়কোবাদ।
নাটকটি এন এন এফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আজ বিকাল ৩.৩৩ মিনিট থেকেই দর্শকরা দেখতে পাবেন।
পরিচালক রাজ্জাক রাজ বাংলা নাটকের প্রিয় দর্শকদেরকে সেহেরি নাটকটা পুরাটা দেখার জন্য এবং দেখার পরে ভাল লাগা মন্দ লাগা ইউটিউবে কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন।