শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম:
অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

টেকনাফে র‍্যাব ও মাদক কারবারীর মধ্যে গুলাগুলি

জামাল উদ্দীন
Update Time : শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

 

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায়  মাদক কারবারী ও  র‍্যাবের মধ্যে গুলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

৩০ আগষ্ট( শুক্রবার) দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পশ্চিম মহেশ খালীয়া পাড়া এলাকায় ঘটেছে এঘটনা।

সরেজমিন গিয়ে র‍্যাব ও এলাকাবাসীর সাথে কথা বলে  জানাগেছে  গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-  ১৫ সিপিসি -২ এর একটি টীম সংবাদ পাই পশ্চিম মহেশখালীয়া পাড়ার   মৃত, মোহাম্মদআলীর ছেলে শামসুল আলমের হেফাজতে বিপুল পরিমান ইয়াবা রয়েছে।  তাকে হ্নীলা স্টেশন থেকে আটকের পর মাদক উদ্ধারে তার নিজ বাড়ীতে তল্লাশী অভিযান চালাকালে খবর পেয়ে সংঘবদ্ধ  মাদক কারবারীরা র‍্যাবের কাছ থেকে শামসুল আলম কে ছিনিয়ে নেয়।

এক পর্যায়ে মাদক কারবারীরা চর্তুদিক থেকে সংঘবদ্ধভাবে র‍্যাব কে ঘিরে ফেললে র‍্যাব সদস্যরা আত্নরক্ষার্থে ফাঁকাগুলি ছোঁড়ে ঘনটনাস্থল ত্যাগ করে।
পরে জনবল বৃদ্ধি করে  সংঘবদ্ধ মাদক কারবারী কর্তৃক আটকে রাখা র‍্যাবের ২ সদস্য কে উদ্ধারে  অভিযান চালায়।

এসময়   বাড়িতে লুট পাটও নিরীহ মহিলাদের নির্যাতনের অভিযোগ এনে শামসুল আলমের স্ত্রী সেবিকা আক্তার বলেছেন র‍্যাব সদস্য রা বাড়িতে কিছু না পেয়েও নিরীহ মহিলাদের মারধর ও লুটপাট চালালে    এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে র‍্যাব কে ধাওয়া দিলে র‍্যাব সদস্যরা ধৃত শামসুল আলম কে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
এখানে ২ র‍্যাব সদস্য কে  আটকে রাখার মত কোন ঘটনা ঘটেনি বলে  তাদের দাবী।

অপর দিকে এলাকার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানাযায়  র‍্যাব সদস্যরা বিনা কারণে একজন নিরীহ লোক কে হ্নীলা স্টেশন থেকে তুলে নিয়ে বাড়িতে মাদক আছে বলে অভিযান চালায়।
স্থানীয় নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক  লোক জন জানিয়েছেন  শামসুল আলম মাদক করবারী না সে একজন লবণ ব্যবসায়ী।  বাড়িতে কোন কিছু না পেয়েও   র‍্যাব সদস্যরা বাড়ি ভাংচুর সহ নারীদের মারধরের মত ঘটনা ঘটালে   এঘটনায় এলাকার লোকজন ক্ষীপ্ত হয়ে র‍্যাব সদস্যদের ধাওয়া দেয় এখানে র‍্যাব সদস্যদের আটকানোর মত কোন ঘটনা ঘটেনি বলে জানায় তারা।

পরে কিছু দালাল প্রকৃতির লোকজন ঘটনা টি উসকে দিলে র‍্যাব ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। দীর্ঘ ৩ ঘন্টা ব্যাপী চলমান উত্তেজনা ও থমথমে অবস্থা থেকে আইন শৃংখলা পরিস্হিতি
নিয়ন্ত্রণে আনতে র‍্যাব, বিজিবি সহ যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা কাজ করেছেন।
এদিকে দীর্ঘ ৩ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে
প্রশাসনের সদস্যরা নিজ নিজ গন্তব্যে ফিরে যায়।

এবিষয়ে  র‍্যাব ১৫ সিপিসি -২ এর ক্যাম্প কমন্ডার এসপি হাফিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশ খালীয়া পাড়ার মৃত,মোঃ আলীর ছেলে শামসুল আলমের বাড়িতে  বিপুল পরিমান মাদক আছে মর্মে সংবাদ পেয়ে তাকে আটক করে বাড়িতে অভিযান চালায়।

তার স্বীকারোক্তি মতে টিপু নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাকালীন টিপু অপরাপর মাদক কারবারীদের খবর দিয়ে সংঘবদ্ধ করে আমাদের উপর হামলা চালায়।

এসময় আমাদের ৩ টি গাড়ী ভাংচুর হয়। পরে র‍্যাব সদস্যরা আত্নরক্ষার্থে ফাঁকা গুলি ছোঁড়ে চলে যায়।এঘটানায় ১ জন কে আটক করা হয়েছে।পরবর্তী আইনি  কার্যক্রম  প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।####