শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের নতুন ১১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সরকারী হাসপাতালের কোলঘেষা আনিকা প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ, ক্লিনিক সীলগালা করার নির্দেশ সিভিল সার্জনের  নিরাপত্তার চাদরে সাতক্ষীরার সীমান্ত জনপদ, ১৭ বিজিবির ব্যাপক তৎপরতা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে সাতক্ষীরার সীমান্ত জনপদ, ১৭ বিজিবির ব্যাপক তৎপরতা চিংড়ী শিল্প বাঁচানোর দাবিতে সীমান্তবর্তী শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত  মাত্র ২০০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসা-কালিগঞ্জে মানুষের পাশে দাঁড়াল রিডা হাসপাতাল শ্যামনগরে ৫ই আগস্টের সুযোগে প্রবাসীর বসতভিটা ও দোকান জবর দখলের অভিযোগ সাতক্ষীরা ৪ আসনে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের “নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত” ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীর্ষ কে জেতাতে সাতক্ষীরা -৪ আসনে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দিলো সংবাদ সম্মেলনের মাধ্যমে  শ্যামনগরে এসএম হাবিবুর রহমান লিটনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে জরুরি এম্বুলেন্স সেবা চালু ‎
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মাদারের চর আব্দুল গনি ইসলামিয়া দাখিল মাদ্রাসা।সুপার ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন

ওমর আল বশির
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

 

 

 

 

ওমর -আল- বশির,দেওয়ানগঞ্জ (জামালপুর):

 

 

দেওয়ানগঞ্জ উপজেলার  ‘মাদারের চর আব্দুল গণি ইসলামিয়া দাখিল মাদ্রাসার’  সুপার মো. হাসমত আলী ও সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেনের দুর্নীতির

 

প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন  সাবেক সহকারী মৌলভী  মো. নাদের হোসেন।  গতকাল দুপুরে দেওয়ানগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

 

লিখিত বক্তব্যে নাদের হোসেন বলেন, সুপার মো. হাসমত আলী একজন দুর্নীতিবাজ । তার প্রমাণ আমি নিজেই । ২০১৩ সালে অত্র মাদ্রাসায় সহকারী মৌলভী শিক্ষক হিসাবে যোগদানের জন্য আমার কাছ থেকে ৮ লক্ষ টাকা ঘুষ নেয় । চাকরি দেয় ।   ৩ বছর পর ২০১৬ সালে হঠ্যাৎ সে আমাকে চাকরি থেকে বাদ দেয় । এবং শারমিন নামের অন্য একজনের কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আমার শুন্য পদে চাকরি দেয়। ২০১৭ সালে আবুল হাসান নামের আরেক চাকরি প্রত্যাশীর কাছ থেকে ৬ লক্ষ টাকা ঘুষ নেয় ।  চাকরি দেয় নি । আরো অনেকের কাছে ঘুষ নিয়েছে, তারা ভয়ে মুখ খোলে না।  এখন টাকা ফেরৎ চাইতে গেলে তারা প্রাণ নাশের হুমকি দেয় । এসব দুর্নীতির সহযোগী সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন । এছাড়াও  সুপার ও এই সহকারী শিক্ষক ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা নিজের ও আত্মীয় স্বজনের মোবাইল নাম্বারে আত্মসাৎ করে যার প্রমাণ আছে ।

 

তিনি আরো বলেন অত্র মাদ্রাসায় ভুয়া নিয়োগে চাকরি করছে সহকারী মৌলভী শারমিন, ল্যাব সহকারী আইনুল, অফিস সহকারী হাবিবুল্লাহ হাবিব, সহকারী লাইব্রেরিয়ান নুরুল আমিন, জুনিয়র মৌলভী জুলফিকার আলী । জুলফিকার আলী অফিস সহকারী ছিলো পরবর্তীতে তাকে সুপার হাসমত আলী ও সহকারী শিক্ষক আলমগীর হোসেন টাকার বিনিমেয়ে ভুয়া কাগজ বানিয়ে জুনিয়র মৌলভী হিসেবে নিয়োগ দেয় । এছাড়াও একাধিক নিয়োগে বেক ডেট দিয়ে নিয়োগ সম্পন্ন করেছে বলেও অভিযোগ তুলেন ।

 

দীর্ঘ দিন থেকে এই অপকর্ম গুলো চালিয়ে আসছে তারা দুজন । অপকর্মের বিরুদ্ধে কথা না বলার কারণ মাদ্রাসাটির অফিস কক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যক্রম চালাতো । এবং সাবেক এম.পি. আবুল কালাম আজাদের প্রভাব খাটাতো সুপার হাসমত ও আলমগীর হোসন। ন্যায় বিচারের দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদ সম্মেলনটি করেন নাদের হোসেন।

 

সংবাদ সম্মেলনে নাদের হোসের সাথে উপস্থিত ছিলেন মো. রসিজল,মো. ভোলা,আ: জলীল, মো. রেজুয়ান হোসেন রতন,মো. ফরিদ, মো. মাহফুজুর রহমান, মো. আজমাইন হোসেন আরমান, মোছ. রত্না,মোছা. রোকেয়া, মো. সিয়াম,মোছা. মনিরা,মোছা. জবাফুল, মো. মনির, মো.  সাইদুর রহমান সহ অনেকেই।