সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আসছে কোরবানি ঈদের নাটক লোক দেখানো কোরবানি।

Reporter Name
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

ভয়েস অব সুন্দরবন, ডেস্ক রিপোর্টে।।

আসছে কোরবানি ঈদের নাটক
লোক দেখানো কোরবানি।
জেদ করে কি কোরবানি দেওয়া যায়, ঘুষের টাকায়-সুদের টাকায় দেওয়া কোরবানি কি কবুল হয়? লোক দেখানো কোরবানি কে কি কোরবানি বলে। এই ধরনের অনেক প্রশ্ন ও প্রশ্নের উত্তর নিয়ে আসছে এবারের কোরবানি ঈদের নাটক লোক দেখানো কোরবানি।


নাটকটি রচনা করেছেন স্বনামধন্য নাট্যকার আল আমিন স্বপন এবং চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় তরুন মেধাবী পরিচালক রাজ্জাক রাজ।
নাটকটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ঈগল টীমে কাজ করা পরিচিত মুখ মোসাদ্দীক শাহীন ও সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনোভা নিঝুম। আসন্ন ঈদ উপলক্ষ্যে নির্মিত এই নাটকটি এন এন এফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দর্শকরা দেখতে পাবেন।
নাটকটিতে আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শফিক খান দিলু, এম কে এইচ পামির, পঙ্কজ মজুমদার, মোহাম্মদ রফিক, ইমরান হাসো, জাহাঙ্গীর আলম, রাজ্জাক রাজ সহ আরো অনেকে।
নাটকটি পূর্বাচলের ৩০০ফিটের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে পরিচালক বলেন, যেদিন শুটিং করেছি সে দিন ভোর থেকেই বৃষ্টি শুরু হয় যা সারাদিনে একটা সেকেন্ডের জন্যও থামেনি। আবার, এক মিনিটের জন্যও কারেন্ট ছিলো না। ঢাকার ভিতর বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে থাকলো সবার শুটিং একের পর এক প্যাকাপ হয়ে যাচ্ছে অতি বৃষ্টির কারনে। কিন্তু, তারপরও আমরা এলইডি লাইটের ব্যাকাপ নিয়ে শুটিং করেছি এবং নাটক শেষও করেছি…আলহামদুলিল্লাহ… প্রচন্ড বৃষ্টির মধ্যে সকল অভিনেতা-অভিনেত্রী, ক্যামেরাম্যান, এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, লাইটের লোক, ক্যামেরার লোক, প্রডাকশনের লোক, গাড়ির ড্রাইভার, শুটিং হাউজের লোক সহ শুটিং ইউনিটের প্রত্যেকটা মানুষ অনেক কষ্ট করে শুটিং করেছেন তাই পরিচালক ইউনিটের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
নাটকটির চিত্রগ্রহণের কাজ করেছেন মশিউর রহমান, সম্পাদনা ও রংবিন্যাস শাজাদা রহমান, আবহসঙ্গীত বেস হারুন, রুপসজ্জা সুমন, সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন জসিম কায়কোবাদ ও আবেদ হাসান মিদুল, ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ জুয়েল। কোরবানির অসাধারণ সুন্দর ম্যাসেজ ধর্মী গল্পের নাটকটি দেখার জন্য পরিচালক রাজ্জাক রাজ বাংলা নাটকের প্রিয় দর্শকদের ইউটিউবে চোখ রাখার আহ্বান জানিয়েছেন।