শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের নতুন ১১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সরকারী হাসপাতালের কোলঘেষা আনিকা প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ, ক্লিনিক সীলগালা করার নির্দেশ সিভিল সার্জনের  নিরাপত্তার চাদরে সাতক্ষীরার সীমান্ত জনপদ, ১৭ বিজিবির ব্যাপক তৎপরতা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে সাতক্ষীরার সীমান্ত জনপদ, ১৭ বিজিবির ব্যাপক তৎপরতা চিংড়ী শিল্প বাঁচানোর দাবিতে সীমান্তবর্তী শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত  মাত্র ২০০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসা-কালিগঞ্জে মানুষের পাশে দাঁড়াল রিডা হাসপাতাল শ্যামনগরে ৫ই আগস্টের সুযোগে প্রবাসীর বসতভিটা ও দোকান জবর দখলের অভিযোগ সাতক্ষীরা ৪ আসনে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের “নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত” ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীর্ষ কে জেতাতে সাতক্ষীরা -৪ আসনে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দিলো সংবাদ সম্মেলনের মাধ্যমে  শ্যামনগরে এসএম হাবিবুর রহমান লিটনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে জরুরি এম্বুলেন্স সেবা চালু ‎
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর উপজেলা বিএনপির ও পৌর বিএনপির  নবগঠিত  কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ কর্মসূচি

Reporter Name
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

ভয়েজ অব সুন্দরবন ।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে শনিবার (২০ জানুয়ারি ২৫) সকাল থেকে স্থানীয় নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার শত শত  বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করে। এ সময় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা শ্যামনগর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে তারা “অযোগ্য কমিটি মানি না,” “ত্যাগীদের বঞ্চনা চলবে না” ইত্যাদি স্লোগান দেন।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, নবগঠিত কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে।
এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপ্পু বলেন,আমরা ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে জেল, জুলুম, হয়রানি ও নির্যাতন সহ্য করেছি। তখন আমরা দলের পাশে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। অথচ এই কমিটিতে এমন অনেককেই রাখা হয়েছে, যারা গত ১৭ বছরে আমাদের পাশে ছিল না এবং আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না।
তিনি আরও বলেন, যারা দলের সংকটের সময় একবারের জন্যও মাঠে আসেনি, তাদেরকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। আমরা এই কমিটি মানি না। এটি বাতিল করতে হবে।
উপজেলা বিএনপির অন্যতমনেতা  এডভোকেট আশিক ই এলাহী  মুন্না  বলেন,আমরা এই কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। দলীয় হাইকমান্ডের কাছে স্মারকলিপি পেশ করা হবে। আমাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আমজাদুল ইসলাম বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠনের ক্ষেত্রে স্থানীয় নেতাদের সঙ্গে পরামর্শ করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি। আমরা এই কমিটি বাতিলের দাবি জানাই।
 উপজেলা বিএনপির উন্নততম নেতা গাজী শাহ আলম বলেন,আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলনে অংশ নিতে গিয়ে আমরা মামলা-হামলার শিকার হয়েছি। আমাদের অনেক নেতাকর্মী এখনো বিভিন্ন মামলায় হাজিরা দিচ্ছে। অথচ এসব ত্যাগের কোনো মূল্যায়ন করা হয়নি। কমিটি গঠনে দুর্বৃত্তায়ন ও স্বজনপ্রীতি হয়েছে।
উল্লেখ্য, শ্যামনগর উপজেলা বিএনপির নবগঠিত কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়। তবে এটি ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ত্যাগী নেতাদের উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের স্থান দেওয়ার অভিযোগে এই কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুবদলনেতা হাফিজ আল কল্লোল, নাজমুল হক, পৌর বিএনপি নেতা, আব্দুল হামিদ, খান আব্দুস সবুর, মোঃ আব্দুর রশিদ সহ আরো অনেকে।