শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের নতুন ১১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সরকারী হাসপাতালের কোলঘেষা আনিকা প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ, ক্লিনিক সীলগালা করার নির্দেশ সিভিল সার্জনের  নিরাপত্তার চাদরে সাতক্ষীরার সীমান্ত জনপদ, ১৭ বিজিবির ব্যাপক তৎপরতা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে সাতক্ষীরার সীমান্ত জনপদ, ১৭ বিজিবির ব্যাপক তৎপরতা চিংড়ী শিল্প বাঁচানোর দাবিতে সীমান্তবর্তী শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত  মাত্র ২০০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসা-কালিগঞ্জে মানুষের পাশে দাঁড়াল রিডা হাসপাতাল শ্যামনগরে ৫ই আগস্টের সুযোগে প্রবাসীর বসতভিটা ও দোকান জবর দখলের অভিযোগ সাতক্ষীরা ৪ আসনে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের “নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত” ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীর্ষ কে জেতাতে সাতক্ষীরা -৪ আসনে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দিলো সংবাদ সম্মেলনের মাধ্যমে  শ্যামনগরে এসএম হাবিবুর রহমান লিটনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে জরুরি এম্বুলেন্স সেবা চালু ‎
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে ১০ জন প্রতিবন্ধী নারীকে আয়বর্ধক উপকরণ প্রদান

Reporter Name
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ভয়েজ অফ সুন্দরবন।।

Women With Disabilities Development Foundation (WDDF) এর দাতা সংস্থা International Women Rights Action Watch-Asia Pacific (IWRAW-AP) এর অর্থায়নে Women Gaining Ground -WGG প্রকল্পের মাধ্যমে ১৯ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার সকালে ডাব্লিউডিডিএফ’র নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টির সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলার সুন্দরবন উপকূলীয় শ্যামনগরের ১০ জন প্রতিবন্ধী নারীকে আয়বর্ধক উপকরণ প্রদান করা হয় এবং এই বিতরণী অনুষ্ঠানটি, জয়িতা প্রতিবন্ধীনারী উন্নয়ন সংস্থার টেকনিক্যাল সাপোর্টে অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা সমাজসেবা অফিসার ফিল্ড অফিসার পথিক কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত এর উপস্থিতিতে বিতরণী অনুষ্ঠান সম্পূর্ন হয়। আয়বর্ধক উপকরণ বিতরণী অনুষ্ঠানে ডাব্লিউডিডিএফ এর নির্বাহী পরিচালক, আশরাফুন নাহার মিষ্টি বলেন, নগদ অর্থের পরিবর্তে আয়বর্ধক সামগ্রী প্রদানের মাধ্যমে তারা প্রত্যাশা করেন যে , প্রতিবন্ধী নারীদের জীবন মান উন্নয়ন হবে এবং তারা সমাজের মূল স্রোতধারায় একীভূত হবে। নিজেদের দারিদ্রতা বিমোচনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে । এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার কর্মসূচী সহ-সহায়ক সমন্বয়কারী শারমিন আক্তার দোলন, জয়িতা প্রতিবন্ধীনারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো, প্রতিবন্ধী নারীদের প্রতিনিধি, স্বেচ্ছাসেবীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
##