শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম:
অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

দিবস যায়, দিবস আসে নিরাপদ হয় না সড়ক

শেখ মহিউদ্দিন
Update Time : শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

 

 

শেখ মহিউদ্দিন (বাগেরহাট) জেলা প্রতিনিধি

 

প্রতিবছর ঢাকঢোল পিটিয়ে দেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়। অথচ সড়কে প্রাণহানি কমছে না। দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানুষ পরিবার ও রাষ্ট্রের বোঝায় পরিণত হচ্ছেন। এখন সড়ক যেন মৃত্যুফাঁদ! আতঙ্ক নিয়ে সড়কে নামতে হয়। বাড়ি থেকে বেরিয়ে পরিবার ও আপনজনদের কাছে ফিরতে পারব কি না, শঙ্কা জাগে! এমন দুঃস্বপ্ন বহুদিন বহুকাল ধরে তাড়া করছে। ‘সড়ক দুর্ঘটনা বা রোডক্র্যাশ’ আমাদের জাতীয় জীবনে বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব বিস্তার করে আছে। তৃণমূল থেকে উচ্চপর্যায়ে সড়ক দুর্ঘটনা নিয়ে সোচ্চার হলেও কোথায় যেন একটা গলদ থেকে যাচ্ছে। অদৃশ্য একটা বলয় সব ইচ্ছার অপমৃত্যু ঘটাচ্ছে। এ কারণে সড়কের ভয়াবহতার লাগাম টেনে ধরা যাচ্ছে না। তাই বলতে হচ্ছে ‘দিবস যায় দিবস আসে নিরাপদ হয় না সড়ক’।

 

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”এ প্রতিপাদ্যেকে সামনে নিয়ে সার্ভিস বাংলাদেশের সচেতনতামূলক র‍্যালী শেষে সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

 

বক্তারা আরো বলেন, সড়কে কোনো শিক্ষার্থীর প্রাণ ঝরলে কেবল সড়ক নিরাপদ করার আন্দোলন গতি পায়। চলে কর্তৃপক্ষের দাবি মেনে নেওয়ার আশ্বাস ও আশার ফুলঝুরি। তারপর এক সময় ধীরে ধীরে স্তিমিত হয়ে যায় সব। দিবস এলেও তা পোশাকি পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে, আশা করছি আগামীতে ছাত্র জনতার হাত ধরে আমাদের সকলের সচেতনতায় আমরা নিরাপদ সড়ক উপহার পাবো। এ জন্য প্রয়োজন একটি সমন্বিত ‘সড়ক নিরাপত্তা আইন’।

 

সমাবেশটি ভ্যান রিক্সা, ইজিবাইক, টমটম, মোটরসাইকেল, নসিমন, অটোরিক্সাসহ সহ পরিবহন শ্রমিক ও পথচারীদের সাথে নিয়ে মোংলা সরকারী কলেজ’র সামনে সকাল সাড়ে ১০টায় এবং সাড়ে ১২টায় মাদ্রাসা রোডস্থ ইজিবাইক ও মোটরসাইকেল স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বক্তারা সড়ক দূর্ঘটনাকে জাতীয় সমস্যা উল্লেখ করে চালকদেরকে যথাযথ ট্রেনিং এর ব্যাবস্থা,মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেট ব্যবহার, রাতে হেডলাইট নিচের দিকে রাখা,ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মাদকাসক্ত ড্রাইভারদের গাড়ি না চলানো সহ নানান সচেতনতা মূলক আলোচনার মাধ্যমে ছাত্র ছাত্রীদের আগামীর বাংলাদেশে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ভূমিকা পালনে অনুরোধ করা হয়।

 

সার্ভিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মোংলা পোর্ট পৌরসভার ৫নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর মো: এমরান হোসেন, সার্ভিস বাংলাদেশের উপদেষ্টা সরদার আব্দুল হান্নান, ইসলামী ট্রাস্টের সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জানে আলম বাবু, উন্নয়ন কর্মী ডেভিট অপু মন্ডল, সমন্বয়ক খন্দকার তুরানুজ্জামান, মোঃ ফরহাদ হোসেন, জাহিদ মোল্লা, মাহফুজুর রহমান, নিজাম উদ্দিন সবুজ, মহাসীন ভূইয়া, সোহেল মাহমুদ, হাদিউজ্জামান জাহিদ, মাহমুদুল হক রমজান, মোঃ মারুফ (বাবু), ডলার মোল্লা, বিজয় দত্ত, মাহমুদ হাসান, মাসুদ হাওলাদার, মুজিবুর রহমান সজীব, সাইদুর রহমান শোভন, আসলাম হোসেন চয়ন, মাসুম বিল্লাহ শেখ মহিউদ্দিন সহ পরিবহন শ্রমিক,সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ পথচারীবৃন্দ।

 

এর আগে চালনা বন্দর সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা, লিফলেট বিতরণ, কুইজ প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন চালনা বন্দর ফাজিল মাদ্রাসার শিক্ষক মুফতী মাওলানা জাকারিয়া রহমানী, মাওলানা আব্দুল আজিজ,অশ্রু রায়,মাওলানা আব্দুর রউফ, মাওলানা মফিজুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।