সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
গাজায় গণহত্যার প্রতিবাদে শ্যামনগর সরকারি মহসীন কলেজে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলি বাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে শ্যামনগর সরকারি মহসীন কলেজে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।সোমবার (৮ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। “গাজায় গণহত্যা বন্ধ কর”, “ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাই”—এই স্লোগানে মুখরিত হয় পুরো কলেজ চত্বর। প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে ছাত্রদলের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদ্বুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম-আহ্বায়ক মোঃ বেলাল হোসেন, সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন, হুমায়ুন কবির লিটন ও মোঃ রুবেল হোসেন।এছাড়া উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল, কলেজ ছাত্রদল নেতা ফরিদ উদ্দিন ইলিয়াস ও তামিম শ্রাবণ।বক্তারা বলেন, গাজায় চলমান নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা সোচ্চার। ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কঠোর ভূমিকা নিতে হবে। আমরা ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের পাশে আছি।সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়, যা কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শেষ হয়।