সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি বাজারে তিনটি বৈধভাবে ভাড়া নেওয়া দোকানে বিএনপি নেতা পরিচয়ধারী বাপ্পি কর্তৃক জোরপূর্বক তালা লাগানোর অভিযোগ উঠেছে।

গতো কাল (১৪ মে ২০২৫) তারিখে হঠাৎ বাপ্পি ও তার সহযোগীরা এসে তিনটি দোকানে তালা লাগিয়ে দেন।ভুক্তভোগী দোকানদার ফেরদৌস মোড়ল, আব্দুর রশিদ গাইন, এবিএম মিজানুর রহমান, তাঁরা ঘর মালিক আবুবক্কার, সিরাজুল ইসলাম, ও মিজানুর রহমান,কাছ থেকে দীর্ঘদিন ধরে দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। দোকানের বিনিময়ে তাঁরা মালিকদের কে এককালীন অগ্রিম টাকা পরিশোধও করেছেন।ভাড়াটিয়ারা অভিযোগ করে বলেন, আমরা বাধা দিতে গেলে বাপ্পি আমাদের হুমকি দিয়ে বলেন, ‘এই জমির মালিক আমি, আমার বাবার হাতে তৈরি দোকান, তোরা যার কাছ থেকে টাকা দিয়েছিলি তার কাছ থেকে টাকা তুলে নে।দোকানগুলোতে তাঁরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এখন দোকান বন্ধ থাকায় পরিবার-পরিজনের ভরণ-পোষণে তারা হিমশিম খাচ্ছেন।এই বিষয়ে দোকানের সাবেক মালিক লিটন হোসেন জানান, এই জমি আমি ২০১৩ সালে আমার ছেলে মইনুল ইসলামের নামে হেবা দলিল করি। ২০১৪ সালে আমার পুত্র মইনুল ইসলাম দোকানগুলো আবুবক্কার, সিরাজুল ইসলাম ও মিজানুর রহমান কাছে বিক্রি করে। ভাড়াটিয়ারা বৈধভাবে দোকানগুলো ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল। আমি শুনে হতবাক হয়েছি যে আমার ভাইপো বাপ্পি জোরপূর্বক দোকানে তালা মেরেছে।

অন্যদিকে, অভিযুক্ত বাপ্পি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এই দোকানের মালিক আমার বাবা শফিকুল ইসলাম। পৈতৃক সূত্রে আমি এই দোকানের মালিক, তাই তালা দিয়েছি।

স্থানীয় জনগণ মনে করেন, এই ঘটনাটি একটি পরিকল্পিত দখলবাজির উদাহরণ। ব্যবসার উপরে নির্ভরশীল গরিব ভাড়াটিয়াদের উচ্ছেদ চেষ্টার বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। তারা দাবি করেন, ভাড়াটিয়ারা যেন যথাযথ আইনি সহায়তা পান এবং দোকানগুলো অবিলম্বে খুলে দেওয়া হয়।