শনিবার, ২৪ মে ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
ডেক্স রিপোর্ট ভয়েস অফ সুন্দরবন
শ্যামনগর উপজেলার ৪নং নুরনগর ইউনিয়নের হাজিপুর রোডের বরফ ডাঙ্গা থেকে নুরনগর বাজার রোড পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার আলী গাজীর মৎস্য ঘের থেকে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু ও কাদা উত্তোলন করে রাস্তায় দিচ্ছে ঠিকাদার আব্দুল হাকিম।
গতকাল সরে জমিনে গেলে হাজিপুর গ্রামের আবুল কালাম ও মোরশেদ গাজী রাস্তাটি আজ তিন বছর মাটি খুঁড়ে রাখায় ৪-৫টি গ্রামের মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি পাচ্ছে। রাস্তাটিতে কাজ হচ্ছে কিন্তু বালু ও কাদা দিয়ে রাস্তা করা হচ্ছে। এছাড়া পাশের মাটি মিশিয়ে ৪ নম্বর ইট রাস্তায় দেওয়া হচ্ছে। এবিষয়ে ঠিকাদার আব্দুল হাকিম এর সাথে তার ব্যবহৃত মুঠো ফোনে কথা হলে তিনি বলেন কাজটি মূলত আশরাফ ঠিকাদারের। ও বর্তমান দেশে না থাকায় উপজেলা ইঞ্জিনিয়ার এর অনুরোধে কাজটি করছি। তবে বালুর সাথে কাদা রাস্তায় দিচ্ছে এটা আমি জানি না। এ বিষয়ে শ্যামনগর উপজেলা ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি সরেজমিনে যেয়ে ব্যবস্থা নিবেন বলে জানান। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার সঞ্জীব দাস এর মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এর মুটো ফোনে কথা হলে তিনি বলেন রাস্তার কোয়ালিটি বিষয়ে আপনি উপজেলা ইঞ্জিনিয়ার সাথে কথা বলেন আর অবৈধভাবে বালি উত্তোলনের বিষয়ে আমার ইউনিয়ন ভূমিকর্মকর্তাকে পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।