রবিবার, ২৫ মে ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার রিপোর্টার এমডি কুরবান।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিকভাবে তেমন কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
আমরা দেখছি ইতিমধ্যে সরেজমিনে যে শ্যামনগর উপজেলা পরিষদের দ্বিতীয় নম্বর গেটের ভিতরে মুক্তিযোদ্ধা সড়কের দুই পাশের বিভিন্ন ব্যবসায়ীরা তাদের বর্জ্য ময়লা আবর্জনা এগুলো উপজেলা পরিষদের ক্যাম্পাসের ভিতরেই ফেলে স্তুপ করে রেখেছে। যেটা আসলেই খুবই দুঃখজনক।
এছাড়া আমরা আরো সরেজমিনে যেয়ে দেখছি যে শ্যামনগর পৌরসভার প্রাণকেন্দ্রে দিয়ে বয়ে যাওয়া যমুনা খালের ভিতরেও দুই পাড়ের বিভিন্ন ব্যবসায়ীরা ময়লা আবর্জনা ফেলে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ করে রেখেছে।
আমরা ভয়েজ অব সুন্দরবন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করি।
পাশাপাশি আমরা দাবি করি সরকারিভাবে একটি ময়লা আবর্জনা ফেলার জায়গা তৈরি করা হোক।
যাতে শ্যামনগর উপজেলার প্রাণকেন্দ্রের পরিবেশ সুন্দর থাকুক। স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েজ অফ সুন্দরবনের সাথে শ্যামনগরের সচেতন মহল একমাত্র পোষণ করে তারাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
##