সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ত্রিভুজ প্রেমের নাটক

Reporter Name
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

নির্মাতা শেখ সেলিম সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জন্য ত্রিভুজ প্রেমের একটি নাটক পরিচালনা করেছেন। বিশেষ দিবসের এই নাটকটির শিরোনাম ‘টাইম ল্যাপস’। বিদুৎ রায়ের রচনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, নাদিয়া আফরিন মিম, পুষ্পিতা পপি, সাইকা আহমেদ ও স্বপ্না। অপূর্ব বলেন, ‘নাটকের গল্পটি আমার ভালো লেগেছে। কাজটিতে নিজেকে মেলে দিতে পেরেছি। আশা করি এটি দর্শকদের ভালো লাগবে।’ নাটকের কাহিনীতে দেখা যাবে, জারা ও পাভেল পরষ্পরকে ভালোবাসে। পাভেলের মা জারাকে নিজের মেয়ের মতোই দেখে। একই গ্রামে তাদের বসবাস। হঠাৎ পাভেলের ঢাকায় আসার কথা শুনে চমকে ওঠে জারা। সে কান্নায় ভেঙে পড়ে। পাভেল তাকে বোঝায় সে চাকরির পরীক্ষা দিতে ঢাকাতে যাচ্ছে। পাভেল ঢাকায় গিয়ে ওঠে মায়ের ছোটবেলার এক বান্ধবীর বাসায়। সেখানে মায়ের বান্ধবীর মেয়ে নাশার সাথে মেলামেশা শুরু হতেই পাভেল বদলে যেতে শুরু করে। এভাবেই এগিয়ে যায় গল্প। নাশার একতরফা ভালোবাসায় পাভেল নিজেকে ধরে রাখতে পারে না। এদিকে জারা প্রতি মুহুর্তে পাভেলের খোঁজ নেওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। নাশাকে লুকাতে গিয়ে জারার ফোন রিসিভ করতে পারে না পাভেল। একদিন জারার সাথে লুকিয়ে কথা বলতে গেলে নাশার কন্ঠ শুনে যায় জারা। সেই থেকে জারার দুশ্চিন্তা বাড়তে থাকে। পাভেল পড়ে যায় বিপাকে। জারা বুঝতে পেরে পাভেলকে নাশার জন্য সেক্রিফাইস করতে চায়। কিন্তু নাশার কাছে হার মানতে বাধ্য হয় সে। নাশা জারাকে পাভেলের হাতে তুলে দিয়ে সারাজীবন একসাথে থাকতে অনুরোধ করে। এগিয়ে যায় কাহিনী।