সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

এখন যারা অভিনয় করেন তারা কমার্শিয়াল প্রফেশনাল নন -মনতাজুর রহমান আকবর

Reporter Name
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

সবাই বলেন এখন ভালো চলচ্চিত্র কম হচ্ছে। আমরা যে ভালো চলচ্চিত্র বানাব সেই রকম শিল্পী কোথায়? এ কথাটি তো কেউ বলে না। আমরা যারা এখনো চলচ্চিত্র নির্মাণ করছি, তারা কোনো গল্প চিন্তা করলে সেই গল্পের চরিত্রগুলো ফুটিয়ে তোলার মতো শিল্পী পাই না। মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, দাদা-দাদি নাই, ভালো কৌতুক অভিনেতা নাই। মিশার মতো ভিলেন নাই। আমি মনে করি নতুন মুখের সন্ধানে ২০১৮ প্রতিযোগিতার মাধ্যমে সারাদেশ থেকে শিল্পী সংগ্রহ করলে এই চলমান শিল্পী সংকট কেটে যাবে। কথাগুলো বলেন, বিশিষ্ট চিত্রপরিচালক মনতাজুর রহমান আকবর। তিনি বলেন, এখন যাঁরা অভিনয় করছেন, তাঁরা বেশির ভাগই কমার্শিয়াল অভিনেতা-অভিনেত্রী। তাঁরা কেউ প্রফেশনাল নন। সিনেমা শুরু করার আগেই পুরো টাকা সাইনিং হিসেবে নিয়ে নেন, এ বিষয়ে তাঁরা অনেক বেশি কমার্শিয়াল। কিন্তু শূটিং করছেন নিজের ইচ্ছেমতো, যে কারণে তাঁদের প্রফেশনাল বলা যায় না। তার চেয়ে বড় সমস্যা তাঁরা শিল্পী নন, তারকা। অভিনয় শেখার কোনো ইচ্ছে অনেকের মধ্যেই দেখা যায় না। কিন্তু নিজেকে তারকা মনে করেন। এখন পাঁচ কোটি টাকার বাজার, সেখানে ৫০ লাখ টাকা খরচ করলে সেই টাকা পর্যন্ত ওঠে না। আরে যার ছবি দর্শক দেখে না, সে আবার তারকা হয় কীভাবে? বাংলাদেশের চলচ্চিত্রে এখনো শাকিব খান এককভাবে ব্যবসায়িকভাবে সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। কিন্তু একজন নায়ক দিয়ে চলচ্চিত্র শিল্প দাঁড়াবে না বলেই মনে করেন আকবর। বলেন, আসলে শাকিব খানের বিকল্প দরকার। তিনিই একমাত্র হিরো, যাঁর ওপর পাঁচ থেকে সাত কোটি টাকা লগ্নি করার পরও তা উঠে আসে। দর্শক তাঁকে পছন্দ করেন, কারণ তিনি অভিনয় জানেন। অভিনয় জানেন এমন শিল্পী আরো দরকার। এক শাকিব খানকে দিয়ে বছরে আর কটা চলচ্চিত্র নির্মাণ করা যাবে? নতুন তারকাদের মনে রাখা উচিত, শাকিব কিন্তু একদিনে হননি। এই জায়গায় আসতে তাঁকে কষ্ট করতে হয়েছে। এখন যাঁরা কাজ করছেন, তাঁরা কষ্ট করতে রাজি নন। তারকা হতে চান দ্রæত। আমরা তারকা চাই না, শিল্পী চাই। ভালো শিল্পী পেলে আবারও সুন্দর চলচ্চিত্র নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হবো। চলচ্চিত্রে শিল্পী সংকট নিরসনে আবারও নতুন মুখের সন্ধানে ২০১৮ প্রতিযোগিতাটি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির তরফ থেকে শুরু হচ্ছে আগামী মাসের শুরুতেই। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে এবং বিএফডিসির সহযোগিতায় অফট্র্যাক ইভেন্টস অ্যান্ড অ্যাডভারটাইজিং এবং টিম ইঞ্জিন-এর ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। আগামী ১ সেপ্টেম্বর থেকেই শুরু হবে প্রতিযোগীদের নিবন্ধন। প্রতিযোগিতাটি রিয়েলিটি শো হিসেবে স¤প্রচার করবে এশিয়ান টিভি।