বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন শ্যামনগর থানা পুলিশ গাজা,ইয়াবা, নগদ টাকা সহ ৫ ব্যক্তিকে আটক করেছে।
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ক্যাটরিনাকে ‘বেবি’ ডাকলেন সালমান

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

ভাঙা প্রেম হয়তো আবার জোড়া লাগছে। বলিউড অভিনেতা সালমান খান ও ক্যাটরিনা কাইফ এখন পুরনো তিক্ততা ভুলে নতুন করে ভাবছেন। রণবীরের সঙ্গে নায়িকার ব্রেকআপের পর থেকে আবার একসঙ্গে দেখা যাচ্ছে সল্লু মিঞা আর ক্যাটকে। তারা যে আবার কাছাকাছি আসছেন, তা বেশ বোঝা যাচ্ছে। কাজের সূত্রে তাদের ফের একসঙ্গে সময় যাপন। রণবীরের সঙ্গে ক্যাটরিনার ব্রেকআপের পর সালমানের সঙ্গে বেশ কয়েকটি ছবি করেন এই অভিনেত্রী। কিন্তু দিন দিন সম্পর্ক শুধু পেশা জগতে আটকে নেই। আবহাওয়া বলছে, সম্পর্ক পেশা ছাড়িয়ে অনেক দূর এগিয়েছে।তাহলে কি পুরনো প্রেম ফের উথলে উঠল? উভয়ের কাজকর্ম কিন্তু সেদিকেই নির্দেশ করছে। দাবাং ট্যুরে ক্যাটরিনার উপস্থিতি ও সালমানের সান্নিধ্য আগুন আরও উসকে দিয়েছে। সম্প্রতি ক্যাটরিনা কাইফকে ‘বেবি’ বলে সম্বোধন করেছেন সালমান। আর এমন সম্বোধনে রেগে যাওয়া তো দূরের কথা, ক্যাট রীতিমতো উচ্ছ্বসিত। তিনি তো তার প্রাক্তনীর ডাকে সাড়াও দিয়েছেন। সেই ভিডিও এখন সোশাল সাইটে ঘুরে বেড়াচ্ছে।

একজন সালমান খানকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি ১২ বছর আগের সল্লুকে মনে করতে পারছেন? সালমানের উত্তর দেয়ার আগে ঝাঁপিয়ে পড়ে ক্যাটরিনা বলেন, ‘তার স্মৃতিশক্তি খুব দুর্বল। তিনি তার জন্মদিনও মনে রাখতে পারেন না।’ আর এই পরিস্থিতিতেই আসরে নেমে পড়েন সালমান। বলেন, তিনি তার ‘বেবি’-র জন্মদিন মনে রেখেছেন। দিনটি ১৬ জুলাই। তবে এই কথার পর সালমান বুঝতে পারেন তিনি কী করেছেন। তাই পরিস্থিতি সামলাতে উদ্যত হন তিনি। অন্য একজনের দিকে আঙুল দেখিয়ে বলেন, ‘এই বেবি (ক্যাটরিনা) নয়, ওই বেবি।’ কিন্তু শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়?