শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্টে,ভয়েস অব সুন্দরবন ।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালীগঞ্জ এবং দেবহাটা উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ১৭ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। নির্বাচন কমিশনের নির্দেশনা এবং বিজিবি মহাপরিচালকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জনমনে স্বস্তি ও নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রাখতে বিজিবির এই বিশেষ তৎপরতা শুরু হয়েছে।
তফসিল ঘোষণার পর থেকেই ১৭ বিজিবির আওতাধীন এলাকাগুলোতে ভোটকেন্দ্র রেকি এবং নিয়মিত পেট্রোলিং বা টহল কার্যক্রম পুরোদমে চলছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেবহাটা, কালীগঞ্জ এবং শ্যামনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দিন ও রাতে ‘রোড ব্লক’ স্থাপন করা হয়েছে। সেখানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশির মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের চেষ্টা চলছে। বিজিবির এই কার্যক্রম সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
নির্বাচনকালীন সময়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র চোরাচালান এবং মাদক পাচার রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বিজিবির নেতৃত্বে গঠিত বিশেষ টাস্কফোর্স অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করছে।
এ বিষয়ে ১৭ বিজিবির অধিনায়ক বলেন, “বিজিবি সীমান্তে জনগণের আস্থা ও নিরাপত্তার প্রতীক। আসন্ন নির্বাচনে সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরা বদ্ধপরিকর। আমরা সিভিল প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি।”
তিনি আরও যোগ করেন, “চোরাকারবারি, মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীরা দেশ ও সমাজের শত্রু। তাদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” বিজিবিকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহায়তা করার জন্য তিনি সাধারণ নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
##