শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার সমন্বয়ক আরাফাত হোসেন বলেছেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনে একটি স্বাধীন দেশ উপহার দিলাম।আপনারা এখন বলছেন আমরা এই আন্দোলনের একটি বড় স্টেক হোল্ডার,আপনারা কোন আন্দোলন করেননি এবং আন্দোলনের কোন ভূমিকায় ছিলেন না। এই বৈষম্য বিরোধী ছাত্ররাই জীবন দিয়ে এই দেশকে দ্বিতীয় স্বাধীনতা রূপ দিয়েছে। এই স্বাধীনতাকে যদি কেউ নস্যাৎ করতে চায় তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে।
এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যদি ফ্যাসিস্ট হতে চান তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি তাদেরকে মাঠে জবাব দেবে।
আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ও সন্ত্রাসী মুক্ত একটি স্বাধীন সোনার বাংলাদেশ ।
আজ শুক্রবার বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পাবলিক লাইব্রেরী মিলনায়তনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন ।
আসানুল্লাহ সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নাজমুল হাসান, মোহাম্মদ রাশেদুজ্জামান সহ অনেকে
শেখ ফরিদ আহমেদ ময়না- সাতক্ষীরা।