সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

প্রজনন মৌসুমকে ঘিরে সুন্দরবনে কাঁকড়া আহরোণ ২ দুই মাসের জন্য বন্ধ। ভিন্ন পথে প্রবেশে জেলেদের প্রস্তুতি।

Reporter Name
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

ভয়ে জব সুন্দরবন।।
প্রজনন মৌসুমকে ঘিরে বুধবার থেকে দুই মাসব্যাপি সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ১লা জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনের পশ্চিম ও পূর্ব এই দুই বিভাগে এ নিষেধাজ্ঞা জারি থাকবে।  বনবিভাগ পাস বা অনুমতি বন্ধ করে দিয়েছে। তবে স্থানীয় জেলে আব্দুর রহমান বলেন, বন বিভাগ কাগজ কলমে সুন্দরবনের প্রবেশ অধিকার বন্ধ রাখেন কিন্তু গোন চুক্তিতে বিশেষ কিছু জেলেদের সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় পাঠিয়ে কাঁকড়া ধরার ধরা হয় এমন অভিযোগ তার। উপজেলার কলবাড়ি এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক কাঁকড়া ব্যবসায়ী বলেন, নামমাত্র বন্ধ থাকলেও প্রতিনিয়ত সুন্দরবন থেকে কাকড়া এসে থাকে এ দু মাসে, বন বিভাগের সাথে সু-সম্পর্ক রেখে কিছু জেলেরা সুন্দরবন থেকে গোপনে কাঁকড়া ধরে লোকালয় নিয়ে আসে। এ ধরনের অভিজ্ঞতা আমার দীর্ঘদিনের, এবারও তার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এমন অভিযোগ তার।
বন বিভাগের সুত্রে জানা যায়,সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার বাংলাদেশ অংশে জলভাগের পরিমাণ এক হাজার ৮৭৪ দশমিক এক বর্গকিলোমিটার,যা পুরো সুন্দরবনের আয়তনের ৩১ দশমিক ১৫ শতাংশ। সুন্দরবনের জলভাগে ২১০ প্রজাতির সাদা মাছ,২৪ প্রজাতির চিংড়ি ও ১৪ প্রজাতির কাঁকড়া আছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি এ দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় ৫৯ দিনের জন্য জেলেদের সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া ধরার অনুমতি বন্ধ রাখে বন বিভাগ।বুড়িগোয়ালিনী এলাকার কাঁকড়া ধরার জেলেরা জানান, আমার গত সোমবার বিকেলে কাঁকড়া ধরার কয়েকটি নৌকা সুন্দরবন থেকে লোকালয়ে ফিরে এসেছে। আর্থিকভাবে সচ্ছল কোনো লোক সুন্দরবনে জীবনের ঝুঁকি নিয়ে কাঁকড়া ধরতে যান না। যারা যায় তারা প্রায় সবাই দরিদ্র। দুই মাস নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের পরিবারগুলোর চলতে কষ্ট হয়। মহাজনদের কাছ থেকে দাদন (বিশেষ শর্তে ঋণ) নিয়ে চলতে হয়। জেলেরা নিষেধাজ্ঞার এই দুই মাস সরকারি সহায়তার দাবি জানান।হরিনগর বাজারের কাঁকড়া ব্যবসায়ীরা বলেন , শ্যামনগর থেকে গড়ে প্রতিদিন অন্তত ৫০ লাখ টাকার কাঁকড়া ঢাকায় পাঠানো হয়। আর বিদেশে রপ্তানি করা কাঁকড়ার অনেকটাই সুন্দরবন থেকে ধরা হয় জানুয়ারি-ফেব্রুয়ারি, এ দুই মাসে রপ্তানি শূন্যের কোঠায় নেমে আসে। ফলে এর সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষ এ সময় বেকার হয়ে পড়েন।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ অফিস সূত্রে জানা যায়,ফরেস্ট স্টেশনের আওতাধীন দুই হাজার ৯০০টি নৌকার সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র আছে। এর মধ্যে কাঁকড়া ধরার নৌকার সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র আছে এক হাজার ৬০০টি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার বলেন,শ্যামনগরে নিবন্ধিত জেলে আছেন প্রায় ২৮ হাজার। যার অর্ধেকেরও বেশি কাঁকড়া ধরার জেলে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কাঁকড়া ডিম পাড়ে। এ ছাড়া কাঁকড়ার যখন ডিম হয়, তখন এদের ধরা খুবই সহজ। এরা ক্ষুধার্ত থাকে। এদের সামনে যে খাবার দেওয়া হয়, তা খাওয়ার জন্য দ্রুত এগিয়ে আসে। যদি এ সময় কাঁকড়া শিকার না করা হয়, তাহলে পরের বছর বেশি কাঁকড়া উৎপাদন সম্ভব। অবৈধ কাঁকড়া শিকার বন্ধে সুন্দরবনে বনবিভাগ ও কোষ্টগার্ড এর টহল জোরদার করা হয়েছে।