শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
ভয়েজ অফ সুন্দরবন।।
দীর্ঘ সাত বছর পরে জমে উঠেছে শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যান সমিতির ভোট। নির্বাচনকে সামনে রেখে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলা সদরের বিভিন্ন নির্বাচনী এলাকা। রাত দিন প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট চাইছেন তারা।
আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদের জানান, দীর্ঘদিন পরে ঠিকাদার কল্যান সমিতির ভোটকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে এক উৎসবমুখর আনন্দ ঘন পরিবেশ বিরাজ করছে, আশা করি উৎসবমুখর পরিবেশে আগামী ১১ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে, ইতিমধ্যে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে, মনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রার্থীদের মধ্যে,কাউকে ছোট করে দেখার সুযোগ নেই,
তিনি আরো বলেন সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছে এ্যাড আশেক-ই-এলাহী (মুন্না) প্রতীক (আনারস),শেখ জাবের হোসেনের প্রতীক (হরিণ) জিএম আসাদুল্লাহ বাহার (আছু)প্রতীক ছাতা।
সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছে মোঃ আশরাফ হোসেন প্রতীক ফুটবল,জি এম হাফিজুর রহমানের প্রতীক মোরগ,শামসুদ্দোহা টুটুল প্রতীক তালা,সাংগঠনিক সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছে মোঃ আকতারুজ্জামান প্রতীক গোলাপ ফুল,এস এম আসাদুজ্জামান প্রতীক মাছ,অর্থ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছে মোনতাকদীর আলম (মুকুল) প্রতীক ফ্যান, মোঃ মাসুদ রায়হান প্রতীক দেয়াল ঘড়ি,বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন,দপ্তর সম্পাদক ডাঃ মোঃ মতিউর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন, প্রচার সম্পাদক মোঃ আব্দুস সাত্তার। শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সদস্য ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ বলেন, আর দীর্ঘদিন ধরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন আটকে ছিল, বর্তমানে সকল ঠিকাদার ঐক্যবদ্ধভাবে স্বচ্ছতা ও জবাবদিহতার মধ্য থেকে নির্বাচনে অংশ গ্রহণ করে প্রতিষ্ঠানটি আবারও সকলের সামনে নিয়ে এসেছে, তিনি ঠিকাদার কল্যাণ সমিতির সুন্দর পরিবেশ বর্তমানে অব্যাহত থাকায় সকল ঠিকাদারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সভাপতি পদপ্রার্থী এ্যাড আশেক-ই-এলাহী মুন্না বলেন, শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যান সমিতির নির্বাচন আগামী ১১ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটারদের কাছ থেকে ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে সমিতির সকল সদস্যদের নিয়ে উপজেলার সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে মান সম্মত কাজ বিরাজ থাকবে, এছাড়া এ সংগঠনকে কুক্ষিগত রাখার অপচেষ্টা আর কোনদিন থাকবে না। অপর সভাপতি প্রার্থী আসাদুল্লাহ বাহার আছু বলেন, সুন্দর পরিবেশে ও স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে নির্বাচন অব্যাহত থাকবে এমনটাই আশা করি, সুষ্ঠ নির্বাচন হলে আমি অবশ্যই ব্যাপক ভোটে বিজয় হবো -ইনশাল্লাহ।
##