রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
এসএম শাহাদাত কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি
কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে কৃষকদের ধানে আক্রান্ত পোকা-মাকড় চিহ্নিত করে ব্যবস্থা গ্রহনের জনপ্রিয় একটি পদ্ধতির নাম আলোর ফাঁদ। এই পদ্ধতিতে যেমন উৎপাদন খরচ বাঁচে তেমনি ফসলের উৎপাদনও বাড়ে।সরেজমিনে বুধবার ৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঁশদহ এলাকায় গিয়ে দেখা যায়।ধান ক্ষেতের পাশে তিনটি বাঁশের খুঁটির মাথায় বৈদ্যুতিক বাতি জ্বলছে। নিচে একটি পাত্রে পানির সঙ্গে ডিটারজেন্ট পাওডার মিশিয়ে রাখা হয়েছে। পাত্রে রাখা ডিটারজেন্ট মিশ্রিত পানির মধ্যে ধান ক্ষেতের বিভিন্ন পোকামাকড় উরে এসে পড়ছে। ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণ ও তা দমন করতে কৃষকদের সঙ্গে নিয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলোর ফাঁদ প্রযুক্তি ব্যবহার করছে।চাষী সহদেব সরকার তিনি এবছর ২ বিঘা জমিতে রোপা আমন ধানের চাষ করেছেন। তার জমিতে পোকার আক্রমণও দেখা দিয়েছে। কিভাবে জমির ক্ষতিকর পোকা শনাক্ত করতে হয় তিনি জানতেন না। আজ আলোর ফাঁদ ব্যবহার মাধ্যমে জমির ক্ষতিকর পোকা শনাক্ত করা শিখলেন। এর মাধ্যমে এখন থেকে তিনি সহজেই ক্ষতিকর পোকা শনাক্ত করতে পারবেন বলে জানান।