রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরা- ৪ প্রার্থী মনিরুজ্জামানে পৃষ্ঠপোষকতায় দুই বিএনপি নেতার কাণ্ডজ্ঞানহীন কাজ।  শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর আয়োজনে দোয়া মাহফিল ও ৩১ দফার লিফলেট বিতরণ শ্যামনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উপকরণ বিতরণ   ৬ নম্বর রমজান নগর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে কৃষি কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে  শ্যামনগরে স্টোকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্যামনগরের ইট ভাটা শ্রমিক সুজন গাজীর এক সপ্তাহ থেকে কোন খোজ পাচ্ছে না পরিবার শ্যামনগরে ভুমিহীন পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, এঘটনায় আহত -২ শ্যামনগরে সিপিপি কর্মকর্তার অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নওগাঁয়  বসতবাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

শাকিল হোসেন
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

 

শাকিল হোসেন নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলায় বসতবাড়ি ও দোকানে সন্ত্রাসী কায়দায় হামলা, ভাংচুর, লুটপাত ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভূক্তভোগী মোছা: সেতু বেগম বাদী হয়ে নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগসূত্রে জানা যায়, গত ২৮ আগষ্ট দুপুর ২ টার দিকে নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর/ কলিপাড়ার মো: শহিদ হোসেন এর স্ত্রীর নির্মানাধীন বসতবাড়ি ও ফার্নিচারের দোকানে হামলা করে একই উপজেলার শালুকান গ্রামের সিরাজুল ইসলামরে ছেলে সাজ্জাদ হোসেন, সাইদুল ইসলামের ছেলে সবুজ, মৃত সোলাইমানের ছেলে মো: মাবুদ, মৃত জাইদুল ইসলামের ছেলে আরিফ, মো: এনামুল, মো: চিমনা ছেলে মো: জিতু, ঘোড়া বাচ্চু, দোলনসহ অন্তত ৫০ জন। এসময় নির্মানাধীন বাসা ও দোকানের প্রায় ত্রিশ লক্ষ টাকার মালামাল , ২ টি মেশিন সন্ত্রাসী কায়দায় ভাংচুর, লুটপাট করে আগুন লেগে দেওয়া হয়। এতে ভূক্তভোগীর প্রায় ৫৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। শুধু তাই নয় এসময় দোকানের কর্মচারী আব্দুল জলিল কে বেধরক মারপিট করা হয়।

এবিষয়ে ভূক্তভোগী মোছা: সেতু বেগম জানান, বেশ কিছুদিন থেকেই সাজ্জাদ, সমাবুদ,সবুজসহ বেশ কিছু বখেটে ছেলেরা ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি তাদের চাঁদা দিতে অস্বিকার করলে এক পর্যায়ে তারা আমাকে বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দিতে থাকে। আমি তাদের হুমকি – ধামকি কে কর্ণপাত না করলে তারা দিন দুপুরে সন্ত্রাসী কায়দায় এসব করে। আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনের আশ্রয় নিয়েছি। আশা রাখি ন্যায় বিচার পাবো।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জাহিদুল হক বলেন, লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।