রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি বাজারে তিনটি বৈধভাবে ভাড়া নেওয়া দোকানে বিএনপি নেতা পরিচয়ধারী বাপ্পি কর্তৃক জোরপূর্বক তালা লাগানোর অভিযোগ উঠেছে।
গতো কাল (১৪ মে ২০২৫) তারিখে হঠাৎ বাপ্পি ও তার সহযোগীরা এসে তিনটি দোকানে তালা লাগিয়ে দেন।ভুক্তভোগী দোকানদার ফেরদৌস মোড়ল, আব্দুর রশিদ গাইন, এবিএম মিজানুর রহমান, তাঁরা ঘর মালিক আবুবক্কার, সিরাজুল ইসলাম, ও মিজানুর রহমান,কাছ থেকে দীর্ঘদিন ধরে দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। দোকানের বিনিময়ে তাঁরা মালিকদের কে এককালীন অগ্রিম টাকা পরিশোধও করেছেন।ভাড়াটিয়ারা অভিযোগ করে বলেন, আমরা বাধা দিতে গেলে বাপ্পি আমাদের হুমকি দিয়ে বলেন, ‘এই জমির মালিক আমি, আমার বাবার হাতে তৈরি দোকান, তোরা যার কাছ থেকে টাকা দিয়েছিলি তার কাছ থেকে টাকা তুলে নে।দোকানগুলোতে তাঁরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এখন দোকান বন্ধ থাকায় পরিবার-পরিজনের ভরণ-পোষণে তারা হিমশিম খাচ্ছেন।এই বিষয়ে দোকানের সাবেক মালিক লিটন হোসেন জানান, এই জমি আমি ২০১৩ সালে আমার ছেলে মইনুল ইসলামের নামে হেবা দলিল করি। ২০১৪ সালে আমার পুত্র মইনুল ইসলাম দোকানগুলো আবুবক্কার, সিরাজুল ইসলাম ও মিজানুর রহমান কাছে বিক্রি করে। ভাড়াটিয়ারা বৈধভাবে দোকানগুলো ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল। আমি শুনে হতবাক হয়েছি যে আমার ভাইপো বাপ্পি জোরপূর্বক দোকানে তালা মেরেছে।
অন্যদিকে, অভিযুক্ত বাপ্পি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এই দোকানের মালিক আমার বাবা শফিকুল ইসলাম। পৈতৃক সূত্রে আমি এই দোকানের মালিক, তাই তালা দিয়েছি।
স্থানীয় জনগণ মনে করেন, এই ঘটনাটি একটি পরিকল্পিত দখলবাজির উদাহরণ। ব্যবসার উপরে নির্ভরশীল গরিব ভাড়াটিয়াদের উচ্ছেদ চেষ্টার বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। তারা দাবি করেন, ভাড়াটিয়ারা যেন যথাযথ আইনি সহায়তা পান এবং দোকানগুলো অবিলম্বে খুলে দেওয়া হয়।