সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

“তদন্তে সত্যতা মিলেছে ” শ্যামনগর নকিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ

Reporter Name
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

 

ভয়েস অফ সুন্দরবন।।
শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর আব্দুল মান্নান সাবেক এমপির আশীর্বাদপুষ্ট হয়ে ও দলীয় প্রভাব খাটিয়ে সরকারি বিধি লঙ্ঘনপূর্বক প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে বেতন ড্র তথা ভুয়া বিল ভাউচারের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের তদন্ত প্রতিবেদনে সত্যতা মিলেছে।
এদিকে শ্যামনগর কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির নেতা অলিউর রহমান হত্যা মামলায় তিনি দীর্ঘদিন পালিয়ে রয়েছেন একাধিক সূত্রে জানা গেছে।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়ের ও হাফিজুর রহমান খুলনা বিভাগীয় কমিশনার বরাবর গত ২৪/৬/২০২৪ তারিখে ২টি অভিযোগ করে। গত ১ জুলাই ১৩২নং স্মারকে বিভাগীয় কমিশনার অফিসের হিসাব শিক্ষা শাখার সিনিয়র সহকারি কমিশনার এসএম মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়কে অভিযোগ পত্র দুইটিতে উল্লেখিত বিষয়সমূহ তদন্ত করে বিধিগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশক্রমে অনুরোধ করেন। জেলা প্রশাসক মহোদয়ের শিক্ষা শাখার পক্ষ থেকে ১১ জুলাই ৩৯৭ নং স্মারকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার কে অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্বাহী অফিসার গত ১৯আগস্ট ১২৯৬ নং স্মারকে উপজেলা কৃষি অফিসার কে অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক মতামত সহ প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা গত ২১ অক্টোবর ৬২২নং স্মারকে অভিযোগের বিষয়ে স্বরেজমিনে তদন্ত পূর্বক মতামত উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেছেন। প্রতিবেদনে তিনি পর্যালোচনা ও মতামতে উল্লেখ করেছেন,১/ সহকারি (মাধ্যমিক-১) মাউশি মহোদয়ের স্মারক নং-২৫৩৩ তারিখ ৮/১১/২০২৩ মোতাবেক স্কুলের বিল ভাউচারে প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার এর যৌথ স্বাক্ষর থাকার নির্দেশ থাকলেও কিছু স্বাক্ষর পাওয়া গেলেও ১২/৯/২০১৮ থেকে ১২/১/২০২০ তারিখ পর্যন্ত জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর পাওয়া যায়নি।২/ উপসচিব সরকারি মাধ্যমিক-১ শাখা মাউশি শিক্ষা মন্ত্রণালয়, মহোদয়ের স্মারক নং-১১৬৭ তারিখ ১২/ ৯ /২০১৮ মোতাবেক জাতীয়করণকৃত স্কুল/ কলেজের আত্মীকরণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আর্থিক কার্যক্রমে প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের যৌথ স্বাক্ষর পালিত হবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর হতে পরিলক্ষিত হয়নি বা পাওয়া যায়নি। ৩/ একটি সরকারি জমি হেডমাস্টার তার নিজের নামে ইজারা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। ৪/ ৫৩ হাজার টাকা সম্মানী বাবদ উত্তলনের অভিযোগ পাওয়া গেছে। ৫/টিফিন খাতের ভাউচারের সাথে জমা ও উত্তোলনের গরমিল লক্ষ্য করা গেছে, এক্ষেত্রে কোন ক্রয় কমিটি পাওয়া যায়নি। ৬/স্কুলের আয়ের বিভিন্ন খাত হতে কোন ভ্যাট-আইটি প্রদানের তথ্য পাওয়া যায়নি। ৭/স্কুলটি সরকারি করনের পর হতে এখনো পর্যন্ত কোন অভ্যন্তরীণ নিরীক্ষা (অডিট) কার্যক্রম সম্পন্ন হয়নি। প্রধান শিক্ষক স্পষ্ট সরকারি বিধি লংঘন পূর্বক নিজ তথ্য গোপন করে চক্রান্ত মুলকভাবে চাকরি করছে, যা সরকারি বিধির সঙ্গে সাংঘর্ষিক। অভিযোগকারী সহকারী শিক্ষকদ্বয় দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে।
এদিকে নকিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর আব্দুল মান্নান এর সাথে কথা বলে তিনি বলেন, উপরোক্ত বিষয় গুলো সঠিক নয়, আমার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।

##
এস কে সিরাজ ,
শ্যামনগর সাতক্ষীরা