শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
রিপোর্ট – ভয়েস অব সুন্দরবন।।
বিশ্ব ভালবাসা দিবসে ভালবাসার গল্প নিয়ে নাটক ” ভাল হয়ে লাভ কি হলো “।
এ্যাকশন, রোমান্টিক ও ইমোশনাল এই তিন মিলে অসাধারণ সুন্দর গল্পের ভাল হয়ে লাভ কি হলো নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ, মেধাবী ও গুণী পরিচালক রাজ্জাক রাজ।
ভাল হয়ে লাভ কি হলো নাটকটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় ভাইরাল অভিনেতা তন্ময় সোহেল ও জনপ্রিয় অভিনেত্রী জারা জয়া। নাটকটি বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে ১৫-ফেব্রুয়ারী বিকাল ৩.৩৩ মিনিট থেকে এন এন এফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দর্শকরা দেখতে পাবেন। আর এই রোমান্টিক এ্যাকশনধর্মী গল্পটির মাধ্যমেই NNF Entertainment ইউটিউব চ্যানেল ও NNF Entertainment ফেসবুক পেইজ এর নতুন যাত্রা শুরু হবে। বখাটে, লাফাংগা, বেয়াদবদের ভাল হওয়ার জন্য নাকি একটি চড়ই যথেষ্ট। আসলে কার হাতে চড় খেয়ে ভাল হয়ে গেল তন্ময় সোহেল। কার সাথে কিভাবে প্রেমের সম্পর্ক গড়ে উঠলো, এবং সেই ভালবাসার শেষ পরিনতই বা কি ঘটলো সব কিছু জানতে হলে দর্শকদের ভাল হয়ে লাভ কি হলো নাটকটি দেখতে হবে। বেক্কল বউ নাটকের ভাইরাল জনপ্রিয় অভিনেতা তন্ময় সোহেল বলেন এ্যাকশন, রোমান্টিক ও ইমোশনাল সুন্দর একটি গল্পে অভিনয় করলাম। যারা আমার নাটক, আমার অভিনয় পছন্দ করেন তারা অন্যরকম সুন্দর একটি গল্প দেখতে পাবেন। নাটকে আমার চরিত্রটিতে তিন রকমের ভেরিয়েশন আছে। আমার প্রিয় দর্শকবৃন্দদের এই গল্পটি অবশ্যই দেখতে এবং তাদের ভাল লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করতে অনুরোধ করছি। তন্ময় সোহেল আরো বলেন রাজ্জাক রাজ ভাইয়ের ডিরেকশন সব সময়ই এনজয় করি। তিনি ভাল অভিনয় শিল্পী নির্বাচন, প্রপস, গল্পের যথাযথ নির্মাণ এমনকি পারফেক্ট অভিনয় বের করে নেওয়ার ক্ষেত্রে কোনো রকম ছাড় দেন না। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী জারা জয়া বলেন, রাজ্জাক রাজ ভাইয়ার সাথে এইটাই আমার প্রথম কাজ কিন্তু কাজের অভিজ্ঞতাটা দারুন। তিনি আমার চরিত্রটি সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছেন। ভালবেসে লাভ কি হলো নাটকের গল্প সম্পর্কে জারা জয়া বলেন, যেখানে তন্ময় সোহেল ভাইয়াকে পুরা গ্রামের মানুষ ভয় পায়, সেখানে তিনি শুধুমাত্র আমাকে ভয়পান। কিন্তু কেনো। সেটা জানতে হলে দর্শকদের অবশ্যই গল্পটা দেখতে হবে। নাটকটি সম্পর্কে পরিচালক রাজ্জাক রাজ বলেন, গল্প নিয়ে শুধু এইটুকুই বলবো যে এটি একটি দুর্দান্ত লেভেলের গল্প। গল্পটিতে সবই আছে এ্যাকশন, রোমান্টিকতা, ইমোশন সব কিছু।