সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঘাসফুল টিমের তত্ত্বাবধানে বাজারে আসছে লাখ টাকার জামাই

Reporter Name
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

 

 

ভয়েস অফ সুন্দরবন ডেক্স রিপোর্ট।।

একক নাটক ” লাখ টাকার জমাই ” আসছে ২০-নভেম্বর M5 Drama ইউটিউব চ্যানেলে। ঘাসফুল টীম এর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়েছে নাটক লাখ টাকার জামাই। লাখ টাকার জামাই নাটকটি নির্মাণে সহযোগিতা করেছেন বর্তমান সময়ের তরুন-মেধাবী নির্মাতা রাজ্জাক রাজ।

নাটকটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা বি কে আকাশ ও জনপ্রিয় অভিনেত্রী মীম চৌধুরী। বি কে আকাশ অভিনীত মিলিয়ন ভিউ এর অসংখ্য নাটক রয়েছে ইউটিউবে। অতি অল্প সময়েই বি কে আকাশ প্রিয় অভিনেতা হিসাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। আর নির্মাতা রাজ্জাক রাজ এর নির্মাণ বরাবরই বাংলা নাটকের দর্শকদের বিনোদনে অন্যরকম মাত্রা যোগ করে। নাটকটিতে আরো অভিনয় করেছেন হান্নান শেলী, সায়কা আহমেদ, স্বর্ণা বিশ্বাস, হানিফ পালোয়ান, লিমন আহমেদ, রাজ্জাক রাজ সহ আরো অনেকে। নাটকটির রচনায় মহিয়ান মজনু ও চিত্রগ্রহণে ছিলেন সাহাজাদা রহমান। নাটকের গল্পে দেখা যায় অনেক টাকা বেতনের চাকরি করা শফিক তার স্ত্রী রিনা, বাবা ও ছোট বোনকে নিয়ে শহরে নিজের বাড়িতে ভালই সুখে শান্তিতে বসবাস করছিলো। কিন্তু সুখের সংসারে বিপত্তি বাধে যখন তার শ্বাশুড়ি আর শালা তার বাড়িতে থাকার জন্য গ্রাম থেকে একেবারে চলে আসে। বাড়িতে একের পর এক লক্ষ লক্ষ টাকা চুরি হতে থাকে। শফিকও ভুলবুঝে বাড়ি থেকে অনেককে বের করে দেয়। কাকে কাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো আর শফিকের চুরি যাওয়া লক্ষ লক্ষ টাকার কি কুল কিনারা হলো সেটা জানতে হলে দর্শকদের পারিবারিক গল্পের এই নাটকটি দেখতে হবে। লাখ টাকার জামাই নাটকটি ২০-নভেম্বর দুপুর ১.০০ টায় M5 Drama ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।