সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

রিপোর্ট: জি এম রাজু আহমেদ
বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আবু সাইদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তাগণ এ সময় ঐতিহাসিক সংহতি ও বিপ্লব দিবস নিয়ে বিস্তর আলোচনা করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ।
আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট আশেক ই এলাহী মুন্না, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডি এম আব্দুস সামাদ, বিএনপি’র দপ্তর সম্পাদক ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আজম মুনির ,সাবেক যুবদলের সভাপতি ও কাউন্সিলর আজিজুর রহমান আজিবর, শ্যামনগর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিক, সিনিয়ার যুগ্ম আহবায়ক শাহরিয়ার মাসুদ, জাসাসের সাধারণ সম্পাদক আবু রায়হান, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সেলিম, উপজেলা ছাত্রলীগ দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, কলেজ ছাত্রদলের উজ্জ্বল হোসেন।
সহ উপজেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।