সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কৃষি জমিতে ইটভাটা তৈরির অভিযোগ।                 

ফয়সাল রহমান জনি
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া কে কৈ কাঁশদহ গ্রামে চুন্নু মাষ্টারের বিরুদ্ধে কৃষি জমিতে অবৈধভাবে ইটভাটা তৈরির অভিযোগ উঠেছে। পরিবেশ অধিদপ্তর,ইউএনও/ডিসি বরাবরে অভিযোগ করেও মিলছেনা কোন প্রতিকার।

জানা গেছে, কয়েক মাস ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ গ্রামে জনবসতিপূর্ণ এলাকা আঞ্চলিক পাকা সড়কের সংরক্ষিত বনাঞ্চলের দুই কিলোমিটারের কাছের কৃষি জমিতে ওই ইটভাটা তৈরি করা হচ্ছে। অভিযোগ উঠেছে যে, কোনো ধরনের আইনের তোয়াক্কা না করেই অবৈধভাবে ইটভাটা স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছেন মেসার্স সোনালী ব্রিকস(SB) এর প্রোপাইটর আবু হেনা মোঃ শফিকুল ইসলাম চুন্নি মাষ্টার। সরেজমিনে দেখা যায়, ইট পোড়ানোর জন্য আইন অমান্য করে প্রায় কয়েক একর ফসলি জমির মাঝখানে ইট ভাটা তৈরি করছেন তিনি । এ জন্য আশপাশের বিভিন্ন জমি থেকে টপ সয়েল এনে বিশাল আকৃতির স্তূপ করে রাখা হয়েছে। শ্রমিকরা ইট ভাটা প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। ইট ভাটার পার্শ্বে সংরক্ষিত বনাঞ্চল ও সড়কের দুই পাশে অসংখ্য গাছ-গাছালি রয়েছে।

 

এ ছাড়াও ভাটার সাথে এলজিইডি’র সড়ক রয়েছে। সরকারী আইন অমান্য করে ইটভাটা স্থাপন করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

 

স্থানীয়দের অভিযোগ, ইট ভাটার কারণে ফসলি জমি ও জীববৈচিত্র চরমভাবে হুমকির মুখে পড়বে। ইটভাটায় মাটি আনার কাজে চলাচলরত ডাম্পারের কারণে ধূলাবালি ওড়া এবং ফসলেরও ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।অ

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইট ভাটা মালিকের পুত্র ও তার লোকজন বলেন, আমরা ইটভাটা তৈরি করছি তাতে আপনার কি। ইটভাটাটির পাশে আরও একটি ইটভাটা রয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ অধিপ্তরের রংপুর কার্যালয়ে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছি।তারা প্রাথমিক অনুমতি দিয়েছেন।

 

পরিবেশ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপ-পরিচালক ফরহাদ হোসেন বলেন, সরেজমিনে পরিদর্শন করে দেখবেন যে, ইটভাটার পরিবেশ ছাড়পত্র দিলে আশপাশের পরিবেশের ক্ষতির আশঙ্কা রয়েছে কি না। যদি থাকে তাহলে তিনি ওই ইটভাটার পরিবেশের ছাড়পত্র দেওয়ার সুপারিশ করবেন না।কিন্ত দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি এ আর কোন পদক্ষেপ না নেয়ায় তার ভুমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

 

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ইং এর ৫(১) ধারায় উল্লেখ রয়েছে, আপাতত বলবৎ অন্য আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি ইট প্রস্তুত করিবার উদ্দেশ্যে কৃষিজমি বা পাহাড় বা টিলা হইতে মাটি কাটিয়া বা সংগ্রহ করিয়া ইটের কাঁচামাল হিসাবে উহা ব্যবহার করিতে পারিবেন না। একই আইনের ৮এর (১) (ক) ধারায় আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা এবং (ঘ) ধারায় কৃষি জমিতে ইটভাটা স্থাপন নিষিদ্ধ রয়েছে।