মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ২ যুবককে কুপিয়ে জখম ॥ থানায় অভিযোগ

মোঃ আবু কাওছার মিঠু 
Update Time : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

 

 

মোঃ আবু কাওছার মিঠু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মুরাদ হোসেন (২৭) ও মাছুম (২৮) দুই জনকে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গত ৩ নভেম্বর রবিবার উপজেলার কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ড বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবরে রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আহত মুরাদ হোসেনের বাবা বাদী হয়ে একই এলাকার হাবিবুর (৩০), মোঃ নাবিবুর (৩২), রাসেল মিয়া (৩১), আজিজুল (৩২), নাজমুল (৩২), আল-আমিন (৩৫), আবুল হোসেন (৫০), এনামুল (২৮), আজিজুল (৩৫) নামীয় ও অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেনের ছেলে মুরাদ হোসেন ও তার ভাতিজা মোঃ মাছুম মিয়া একই সঙ্গে বিরাবো এলাকার র‌্যাংকস কোম্পানির ব্লক ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করলে পূর্ব শত্রুতার জেরে বিরাবো এলাকার মৃত শাহাজাদা ওরফে শাহার ছেলে হাবিবুর ও নাবিবুর এর নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে ১৮/২০ সদস্যের একদল সন্ত্রাসী হাতে দা, চাকু, ছুরি, ছেন, লোহার রড, স্টীলের এস এস পাইপ, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা এলোপাথারীভাবে পিটিয়ে ও কুপিয়ে তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং মুরাদ হোসেনের প্যান্টের পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা, এক ভরি দুই আনা স্বর্ণের চেইন ও মাছুম এর প্যান্টের পকেটের থাকা ৩০ হাজার টাকা লুটে নেয়। পরে তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাদেরকে প্রাণ নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুরাদ হোসেন ও মাছুমকে গুরুতর জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

 

 

তাং- ০৪-১১-২৪ইং

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: