সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী আজ

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বর্ষিয়ান রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১২ম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারার হাইলধরে তাঁর গ্রামের বাড়িতে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ ছাড়া আনোয়ারা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হবে।

এদিকে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, মৃত্যুবার্ষিকী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে খতমে কোরআন, দোয়া ও মিলাদ এবং কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ ছাড়া এতিমখানায় খাবার বিতরণ ও মেজবানের আয়োজন করা হবে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৪৫ সালে আনোয়ারার হাইলধর গ্রামে জন্মগ্রহণ করেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। তিনি ১৯৫৮ সালে দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন বাবু। ১৯৬৭ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি আনোয়ারা ও পশ্চিম পটিয়া থেকে প্রাদেশিক পরিষদ সদস্য হন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি।

২০১২ সালের ৪ নভেম্বর বর্ষীয়ান এই রাজনীতিক মারা যান। তাঁর মৃত্যুর পর জ্যৈষ্ঠ ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ একই আসন থেকে সাংসদ নির্বাচিত হন। বর্তমানে তিনি সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।