মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বনদস্যুদের সাথে বন বিভাগের গুলি বিনিময়” সুন্দরবনের বনদস্যদের কবল থেকে অপহৃত জেলেদের উদ্ধার করে পরিবারের কাছে ফেরত দিল বনবিভাগ।

ভয়েস অফ সুন্দরবন
Update Time : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

রিপোর্ট :ভয়েস অফ সুন্দরবন

মুক্তিপণের দাবিতে জেলেদের কাছে জিম্মি থাকা ১০ জেলেকে উদ্ধার করে সোমবার সকালে পরিবারের কাছে ফেরত দিল বন বিভাগ। বনদস্যুদের সাথে গুলি বিনিময়ের একপর্যায়ে তাদের ডেরা থেকে অপহৃত জেলেদের উদ্ধার করা সহ অস্ত্রগুলি উদ্ধার করেছে বনবিভাগ।

 

 

 

সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান হোসেন জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের তক্তাখালী নামক এলাকায় বনদস্যুদের সাথে বনবিভাগের সদস্যদের গুলিবিনিময় হয়েছে। এসময় বনদস্যুদের ডেরা থেকে ১০ জন জেলেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে বনদস্যুদের ফেলে যাওয়া ১ রাউন্ড শর্ট গানের গুলি, ১টি সোলার প্যানেল ও ৩টি নৌকা উদ্ধার করা হয়েছে। রোববার বিকালে সুন্দরবনের বুড়িগোয়ালিনী রেঞ্জের কদমতলা স্টেশন অফিসের আওতাধীন সুন্দরবনের তক্তাখালী নামক স্থানে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেদের রাতে বুড়িগোয়ালিনি স্টেশনে আনা হয়েছে। সোমবার সকালে অপহৃত জেলেদেরকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।

সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান বলেন, সুন্দরবনের তক্তাখালী এলাকায় বনদস্যু বাহিনীর উপস্থিতি জেলেদের মাধ্যমে জানতে পেরে রোববার বিকালে অভিযান পরিচালনা করা হয়। এসময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ বনদস্যুরা তাদেরকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। বন বিভাগের সদস্যরা পাল্টা ৫রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে বনদস্যু বাহিনী ডেরা ও মালপত্র ফেলে গহীন সুন্দরবনে পালিয়ে যায়। এ সময় বনদস্যুদের আস্তানা টি পুড়িয়ে দেওয়া হয়।

সেখান থেকে উদ্ধার হওয়া জেলেরা হলেন- উপজেলার চুনকুড়ি গ্রামে দাউদ গাজীর ছেলে আলিম গাজী, বাহার আলী সরদারের ছেলে নূরুল ইসলাম, আলিম গাজীর ছেলে রবিউল ইসলাম, হরিনগর গ্রামের ফজলে সানার ছেলে হাফিজুর রহমান, খলিলুর রহমানের ছেলে মফিজুর রহমান, মৃত ইমান আলী সানার ছেলে মুছাক সানা, ছোট ভেটখালী গ্রামের মজিদ গাজীর ছেলে শফিকুল গাজী, বড়ভেটখালী গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে নজরুল ইসলাম এবং দুরমুজখালী গ্রামে লিয়াকত মল্লিকের ছেলে রফিকুল মল্লিক।

 

এদিকে পুনরায় সুন্দরবনে বনদস্যদের তৎপরতা জেলেদেরকে আতঙ্কিত করে তুলেছে। সুন্দরবনের কর্মরত জেলেরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে সুন্দরবনের বনদস্য নির্মূল করা হয়।