মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় যুব দিবস -২০২৪ ইং।

শেখ কামরুজ্জামান (রানা)।
Update Time : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

 

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ): সংবাদদাতা- শেখ কামরুজ্জামান (রানা)।

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেছেন, ‘নিজেকে আত্মনির্ভরশীল হতে হবে, সবার যোগাযোগ ও কমিউনিকেশন রাখতে হবে। সরকারি সুযোগ সুবিধা ভোগ করে নিজেকে উদ্যোক্তা হিসেবে হতে হবে। নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। যুবকরা সবাই কম্পিউটার শিখতে হবে। ঘরে বসে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যে বিক্রয় করতে হবে।

 

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারন করে জাতীয় যুব দিবস-২০২৪ ইংউদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করেন। আজ দশটায় উপজেলা চত্বরে একটি রেলি বের করা হয়।

 

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন সহ গুণীজন, সুধীজনরা।

 

আলোচনা সভা শেষে ১৩জন যুবক যুবতীর মাঝে আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচির আওতায় ৯ লক্ষ ৭০ টাকার ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।