মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রামপাল মোংলার সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান 

আরিফ হাসান গজনবী 
Update Time : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

 

 

আরিফ হাসান গজনবী

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাট জেলার রামপাল ও মোংলা উপজেলার নির্যাতিত, বঞ্চিত ও অসহায় বীর মুক্তিযোদ্ধাদের বিএনপি’র পক্ষ থেকে আর্থিক সহায়তা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রামপাল ও মোংলা উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজন দিগরাজ বাজারে এ সহায়তা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এমডি আকবর আজাদ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ আবু হানিফ ও সঞ্চালনা করেন মোঃ নুর উদ্দিন টুটুল ও ইমরান হোসেন রকি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম বলেন, বিগত দিনে স্বৈরাচার সরকার এদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত অনেক মুক্তিযোদ্ধাদের সরকারি সহায়তা থেকে বঞ্চিত করেছে। এছাড়া তাদের অনুসারীদের ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে সরকারি সকল সহায়তা ভোগ করিয়েছে। মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সবসময় মূল্যায়ন করেছেন। গত ৫ আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ব।

অনুষ্ঠানে রামপাল ও মোংলা উপজেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধারাসহ দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

####