সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

এসএম শাহাদাত
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

 

 

 

এসএম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ

 

কা‌লিগ‌ঞ্জে ২০০৬ সালের ২৮ অ‌ক্টোবর ল‌গি বৈঠার তান্ড‌বে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদে ও আওয়ামী লীগের খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ অক্টোবর) বি‌কে‌লে শহীদ আলী মোস্তফা চত্ত্বর সংলগ্নের মুক্তমঞ্চের সমাবেশে উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতি‌ত্বে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য মাওঃ কাজী মুজা‌হিদুল আলম, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মোশার‌রফ হুসাইন, সহ সেক্রেটারী মাওঃ আ‌নোয়ারুল ইসলাম, মাওঃ নুরুজ্জামান হাবীবী, জামায়াতে ইসলামী উপ‌জেলা শাখার কর্মপ‌রিষদ সদস‌্য অধ‌্যক্ষ আবু রা‌সেল আসকারী, মাস্টার সালাউ‌দ্দিন, অধ‌্যাপক ড. মিজানুর রহমান, মাস্টার ইউসুফ আলী, মৌতলা ইউ‌নিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুল হক, চাম্পাফুল ইউ‌নিয়ন জামায়া‌তের আমীর মাওঃ নুরুল ইসলাম, দ‌ক্ষিণ শ্রীপর ইউ‌নিয়ন জামায়া‌তের আমীর মাওঃ রওশান আলী, নলতা ইউ‌নিয়ন জামায়া‌তের আমীর মাস্টার আকবার হুসাইন, রতনপুর ইউ‌নিয়ন জামায়া‌তের আমীর মাওঃ আ‌জিজুর রহমান, কৃষ্ণনগর ইউ‌নিয়ন শাখার আমীর ইব্রা‌হিম বাহারী, ডাঃ আ‌জিজুল ইসলাম, উপ‌জেলা ছাত্র শি‌বি‌রে সা‌বেক সভাপ‌তি আনছার আলী, সা‌বেক শি‌বির নেতা জামাল ফারুক, ছাত্র শি‌বির পূর্ব আদর্শ শাখার সভাপ‌তি আজহারুল ইসলাম, ছাত্র শি‌বির প‌শ্চিম আদর্শ শাখার সভাপ‌তি র‌বিউল ইসলাম, ছাত্র শি‌বির উত্তর সাথী শাখার সে‌ক্রেটারী না‌সিব বিন মারুফ, শহীদ মোস্তফা আরিফুজ্জামানের পিতা আফতাব উদ্দিন, শহীদ আলী মোস্তফার পিতা শাহা সিদ্দিক প্রমুখ। স্বাগত বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা জামায়া‌তে না‌য়ে‌বে আ‌মির মাওঃ লিয়াকত আলী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ। অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে জামায়াত ইসলামী, জামায়াতের যুব বিভাগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল সহকারে জমায়েত হয়। হাজার হাজার নেতাকর্মী সু শৃঙ্খলা ভাবে যথাসময়ে উপস্থিত হন এবং নিজ নিজ এলাকায় পৌছান।