মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বোদা থানায় তিনজন অপহরণকারী গ্রেফতার। 

মোঃ শাহজাহান কবির প্রধান 
Update Time : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

 

 

মোঃ শাহজাহান কবির প্রধান

পঞ্চগড় জেলা প্রতিনিধি।

 

পঞ্চগড়ের বোদায় বোদা থানার অফিসার ইনচার্জের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অপহরনের ৪ ঘন্টার মধ্যে বোদা থানা পুলিশ কর্তৃক অপহৃরিত ব্যক্তিকে উদ্ধার ও ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ।

শুক্রবার গভীর রাতে জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের রামপ্রসাদ কার্জীপাড়া গ্রামের ঝলঝলি পুকুর পাড়ের একটি ঘর থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতার করা হয়। এই সময় ৩ অপহরনকারী পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার বোদা থানায় ৬জন কে আসামী করে একটি অপহরন ও চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত ৩ আসামীকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

গ্রেফতারকৃতরা হলেন জেলা বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের রামপ্রসাদ কার্জীপাড়া গ্রামের মকবুলের ছেলে আজগর আলী (৩৮), শিকারপুর কার্জীপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মিরাজ হাসান মেহেদী (১৯) ও চন্দনবাড়ী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে আপেল ইসলাম (২৪) বোদা থানা

পুলিশ সূত্রে জানা যায়, জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুহ গ্রামের আবু ওহাব এর ছেলে সামীম (১৮) শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় বোদা বাজার থেকে অপহরন করে। অপহরন করার পর অপহৃত মিরাজ হাসান মেহেদী বড় ভাই মামলার বাদী হাসান আল মামুন এর কাছে মোবাইল ফোনে অপহরনকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে।

Noমুক্তিপনের টাকা না দিলে তার ভাইকে হত্যা করার হুমকি দেয় এবং টাকার জন্য তাকে নির্যাতন করার ঘটনা মোবাইল ফোনে শুনানো হয়। পরে মামলার বাদী হাসান আল মামুন শুক্রবার রাত সাড়ে ১১ টায় বোদা থানায় ভাইকে অপহরন করা হয়েছে এবং মুক্তিপনের দাবী করে তাকে ফোন করেছে অপহরনকারীরা এমন অভিযোগ করে থানায়।

বাদীর অভিযোগের প্রেক্ষিতে বোদা থানা পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার রাত সাড়ে ১২ টায় জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের রামপ্রসাদ কার্জীপাড়া এলাকার দূর্গা মন্দিরের পশ্চিম পার্শ্বে ঝলঝলি দিঘী পাড়ে একটি পরিত্যক্ত ঘর থেকে অপহৃত ব্যক্তি ও ৩ অপহরনকারীকে গ্রেফতার করে।

এসময় ৩ অপহরনকারী পালিয়ে যায়। পুলিশ অপহরন কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন, ১ টি কাঁচি, একটি ধারালো ক্ষুর ও একটি ব্লেড উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বোদা থানার এসআই মোঃ বদিউজ্জামান জানান, শনিবার অপহৃত মেহেদী হাসান এর বড় ভাই হাসান আল মামুন গ্রেফতারকৃত ৩ জন ও পলাতক ৩ জন মোট ৬ জনের নামে বোদা থানায় চাঁদাবাজি ও অপহরন মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত আজগর আলীর বিরুদ্ধে বোদা সহ বিভিন্ন থানায় একাধিক অপহরন ও চাঁদাবাজি মামলা রয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দীন অপহৃত ব্যক্তিকে উদ্ধার, ৩ অপহরনকারীকে গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।