শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
রিপোর্ট ভয়েজ অফ সুন্দরবন।
ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে গাবুরা ইউনিয়নের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন ও মেরামত কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জনাব মো: ইমরান সরদার; ভারপ্রাপ্ত কর্মকর্তা, শ্যামনগর থানা জনাব ফকির তাইজুর রহমান; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মো: শাহিনুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য প্রমুখ।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন ও সুন্দরবন সংলগ্ন উপকূলীয় ডুমুরিয়া, সোরা ,চাঁদনিমুখা এলাকার ঝুঁকিপূর্ণ বেরিবাদ পরিদর্শন সহ স্থানীয় মানুষের সাথে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জীব দাস।
এ সময় তিনি সাধারণ মানুষদেরকে ভয় না পেয়ে শতর্ক থাকার পরামর্শ দেন।