সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাঁশখালী’র চাম্বল ইউপি সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের ঘর ভাংচুর এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

 

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বাঁশখালী’র চাম্বল ইউনিয়নের সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হীরা মনির বাড়িতে দফায় দফায় দিন দুপুরে প্রকাশ্যে দিবালকে ঘর বাড়ি হামলা, মামলা এবং হত্যার হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বাঁশখালী প্রেসক্লাবে এসে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলন করে ।

গতকাল ২০ অক্টোবর শনিবার বিকাল ৩ ঘটিকার সময় ভুক্তভোগী আক্তার আহমদ চৌধুরী ও ১,২ ,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাম্মৎ হীরা মনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার বলেন, খোরশেদ আহমদ মুন্সি ডজন মামলার আসামি। তিনি কথায় কথায় বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এলাকাবাসীকে আতিষ্ট করেছে এবং গত ১৬ অক্টোবর হীরা মনির ঘর ভাংচুর করেছে। অন্য দিকে মামলায় সাক্ষী হওয়ায় কথায় কথায় হামলা, মামলা ও ঘর ভাংচুর করেই যাচ্ছে। ইতিমধ্যে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হীরা মনির বাড়ির মেইন ফটকের গেইট ভাংচুর করার দৃশ্য সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।

খোরশেদ মুন্সি আদালতে মুন্সির কাজ করে এই সুবাদে নামে বেনামে কথিত বাদী সাজিয়ে মিথ্যা মামলা দিচ্ছে। ইউপি সদস্য হীরা মনি বর্তমানে তিনি জীবন সংকটাপন্ন অবস্থায় শ্বশুর বাড়ি তথা এলাকায় নাগরিক সেবা দিতে এলাকায় যাইতে পারছে না এবং মানবেতর জীবনযাপন করছে। ১,২,৩, নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হীরা মনির স্বামী মারা যায় আজ থেকে ২ বছর ৬ মাস হয়। আমার ছেলে তাছফিক হোসাইনী তুহিন এবং কন্যা মাহিরা জান্নাত তুলি এই দুই এতিম সন্তানকে নিয়ে মোছাম্মৎ হীরা মনি খুবই সংকটাপন্নঅবস্থায় জীবন যাপন করছে। ইউপি সদস্যর স্বামী মরহুম এরশাদ উল্লাহ হোছাইনী তুশার মারা যাওয়ার পরে তাঁর অস্থাবর সম্পদগুলো আত্মসাৎ করার জন্য খোরশেদ মুন্সি ও হীরা মনির ভাসুর রহিম উল্লাহ হোসাইনী ও শহিদ উল্লাহ হোসাইনী মিলে দিন দুপুরে বাড়িতে হামলা করেই যাচ্ছে।