সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বেনাপোলের ট্রিপল হত্যা মামলায় চার ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন

মনির হোসেন
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

 

 

 

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :-

বেনাপোল পোট থানা বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বুদো সরকার, আজগার আরী ও আব্দুল্লাহ মেম্বার খুনে পাঁচজন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রোববার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তিন আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি এম ইদ্রিস আলী।

সাজাপ্রাপ্তরা হলেন চারভাই রঘুনাথপুর গ্রামের নাসির উদ্দিন নাসু, ফুলছদ্দিন ওরফে কটা, আলাউদ্দিন, গিয়াস উদ্দিন ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে ঈমান আলী। এছাড়া এ মামলায় ওই চার ভাইয়ের বাবা আব্দুর রহমানকে খালাস প্রদান করেছেন আদালত।

 

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ এপ্রিল রাতে বেনাপোলের রঘুনাথপুরে ব্যাপক ঝড় হয়। এতে রাস্তার বিভিন্ন গাছ উপড়ে পড়ে। তা বিক্রি করে এলাকার মসজিদের ফান্ডে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়ে স্থানীয় দু’পক্ষের মধ্যে মতবিরোধ হয়। ২৪ এপ্রিল সকালে গাছের ডাল কাটতে যান ওই এলাকার নছু, আলাউদ্দিনসহ আরও কয়েকজন। এ সময় আরেকপক্ষ আব্দুল্লাহ, শমসের আলী বুদো, আজগার আলীসহ অন্যরা এসে ওই গাছ কাটতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আসামিরা ধারাল অস্ত্র দিয়ে আব্দুল্লাহ, বুদো, আজগার, সুমনসহ আরও কয়েকজনকে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ মেম্বার। পরে স্বজনরা অন্যদের উদ্ধার করে হাসতাপালে নেয়ার পথে মারা যান আজগার আলী। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যান বুদোও। এ ঘটনায় নিহতদের স্বজনরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত আসামিদের ৩টি বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় নিহত আব্দুল্লার ভাই আব্দুল খালেক বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় ওই ছয়জনসহ সালমান শাহ নামের আরেক যুবককে আসামি করে থানায় মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করেন পোর্ট থানার এসআই দীন মোহাম্মদ। পরে তদন্তের দায়িত্ব পান এসআই শরীফ হাবিবুর রহমান। তিনি তদন্ত শেষে ওই সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

 

মামলায় সকলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত এই মামলায় ২৬ জনের সাক্ষ গ্রহণ করেন।

 

রোববার ২০অক্টোবর এ মামলার রায় ঘোষণার দিনে তিন আসামি রহমান, আলাউদ্দিন ও গিয়াস উদ্দিনের উপস্থিতিতে আদালত পাঁচজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড এবং একজনকে খালাস প্রদান করেন আদালত। মামলার অপর আসামি সালমান শাহ শিশু হওয়ায় শিশু আদালতে তার বিচার চলছে।

মামলায় আসামিপক্ষের কৌশুলি ছিলেন অ্যাডভোকেট আরিফুল ইসলাম শান্তি।#