সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জে জামায়াতের ইসলামীর যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত 

এসএম শাহাদাত
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

 

 

এসএম শাহাদাত কালিগঞ্জ সাতক্ষীর প্রতিনিধিঃ

 

 

বাংলাদেশ জামায়াতের ইসলামী যুব বিভাগের কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে যুব ইউনিয়ন টিম এরওয়ার্ড সভাপতি- সেক্রেটারীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে উপজেলা জমায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গাজী নজরুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন আগামীর রাষ্ট গঠনে যুব সমাজকে বেশি বেশি ভুমিকা রাখতে হবে। ইসলামী বিধান মতে চলে এহকাল ও পরকালের শান্তির পথ সুগম করতে চাই। বিগত ১৬ বছরে এদেশে আমরা দেখেছি একটি গোষ্ঠির যুবকেরা শুধু নেশাগ্রস্থ নয়, সমাজ তথা দেশের বিপথগামী ও উচ্ছৃঙ্খল হিসাবে পরিচিতি লাভ করেছিলো। আজ তাদের করুন পরিণতির কারণ তারাই। সুতরাং জামায়াতে ইসলামীর যুব বিভাগকে নতুন নতুন কর্মী গঠনের মাধ্যমে সুস্থ্য সমাজ নির্মানে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমাদের আদর্শ ও কর্মসূচি দেখে যেনো আরও যুবকরা অনুপ্রেরণা পেয়ে বৃহত্তর ইসলামী আন্দোলনের পতাকা তলে আসতে পারে। প্রত্যককে নিজ নিজ অবস্থান থেকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। উক্ত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুব বিভাগ জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল ওয়াহাব সিদ্দিকী। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলার ১২টি ইউনিয়নের যুব বিভাগের সভাপতি সেক্রেটারিসহ জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।