সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে ওয়ালটন প্লাজা ও মেহেরিমা ডেন্টাল কেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

জি এম রাজু আহমেদ
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

রিপোর্ট:  জি এম রাজু আহমেদ

শ্যামনগরে ওয়ালটন প্লাজা ও মেহেরিমা ডেন্টাল কেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার শ্যামনগর ওয়ালটন প্লাজার অফিসে ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষানীতির আওতায় গ্রাহক ও তার পরিবারের সদস্যদের দাঁতের সুচিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির শীর্ষ দুই কর্মকর্তার মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি পত্রে বলা হয়, ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী এবং তার পরিবারের সদস্যরা মেহেরিমা ডেন্টাল কেয়ার, গোপালপুর শহীদ মিনার রোড, শ্যামনগর, সাতক্ষীরা থেকে বিভিন্ন সেবার উপর আকর্ষণীয় ডিসকাউন্ট পাবে।

এবিষয়ে মেহেরিমা ডেন্টাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমাদের ডেন্টিস্ট মাসুরা তুজ যোহরা মিতু অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ একজন চিকিৎসক। আমাদের সেবার মান চমৎকার। শ্যামনগর ওয়ালটন প্লাজার সাথে চুক্তিবদ্ধ হয়ে আমরা খুবই আনন্দিত। আশাকরি ওয়ালটনের গ্রাহকদের সুন্দর সেবাদানের পাশাপাশি মূল্য ছাড়ের মাধ্যমে খুশি করতে পারবো।

পক্ষান্তরে মেহেরিমা ডেন্টাল কেয়ার এর স্টাফ এবং রোগীদের জন্য শ্যামনগর ওয়ালটন প্লাজা (কোম্পানির নিজস্ব শোরুম, গোডাউন মোড়ের দক্ষিণ পার্শ্বে, ইসমাইলপুর, শ্যামনগর) থেকে সকল প্রকার ওয়ালটন পণ্য ক্রয়ের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।

এবিষয়ে শ্যামনগর ওয়ালটন প্লাজার ম্যানেজার বলেন, ওয়ালটন বাংলাদেশের প্রতিষ্ঠিত কোম্পানি। ওয়ালটনের পন্যের চাহিদা সারা বাংলাদেশের ন্যায় শ্যামনগরেও দিনের পর দিন বেড়েই চলেছে। কোম্পানির কিস্তি ক্রেতা সুরক্ষানীতির আওতায় কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তাসহ নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন প্লাজা। বিশ্বে একমাত্র ওয়ালটন প্লাজাই কিস্তিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের এমন সুরক্ষা ও সুবিধা দিচ্ছে। তিনি আরো বলেন, কিস্তি ক্রেতারা যেন জীবদ্দশাতেই খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন খাতে বিশেষ সুবিধা পান এবার সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই প্রেক্ষিতে শ্যামনগরের সুনামধন্য প্রতিষ্ঠান মেহেরিমা ডেন্টাল কেয়ারের সাথে শ্যামনগর ওয়ালটন প্লাজা চুক্তিবদ্ধ হয়েছে। আমাদের কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী এবং তার পরিবারের সদস্যরা মেহেরিমা ডেন্টাল কেয়ার থেকে বিশেষ ছাড়ে সেবা নিতে পারবে একই ভাবে মেহেরিমা ডেন্টাল কেয়ারের স্টাফ এবং রোগীরাও ওয়ালটন পন্য ক্রয়ের ক্ষেত্রে কোম্পানির বিধি মোতাবেক বিশেষ মূল্য ছাড় পাবে।

প্রতিষ্ঠান দুটির মধ্যে ৩ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা উভয় পক্ষের সমঝতার ভিত্তিতে ২ বছর পর্যন্ত বাড়ানো যাবে।

চুক্তি স্বাক্ষরের সময় “মেহেরিমা ডেন্টাল কেয়ার” গোপালপুর শহীদ মিনার রোড, শ্যামনগর, সাতক্ষীরা এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহমুদুল ফিরোজ বাবুল ও ওয়ালটন প্লাজা- শ্যামনগর, সাতক্ষীরা এর পক্ষে ম্যানেজার মোঃ জামাল শেখ চুক্তি পত্রে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন আলিরাজ শেখ, হেলথ কেয়ার এন্ড হ্যাপিনেস অফিসার ওয়ালটন প্লাজা- শ্যামনগর, স্বপন কুমার মন্ডল জুনিয়র অফিসার, সহ ওয়ালটন প্লাজা শ্যামনগর, সাতক্ষীরা শাখার সকল স্টাফ বৃন্দ।