শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রুপগঞ্জে চেক জালিয়াতি মামলার আসামি মেহেদিকে ধরিয়ে দিন।।

আবু কাওসার মিঠু
Update Time : শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

 

ডেক্স রিপোর্টঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে,তারাব পৌরসভার ৬নং ওয়ার্ড বরপা পূর্বপাড়া এলাকার আবু সিদ্দিক মোল্লার বাড়ির ভাড়াটিয়া আনোওয়ার হোসেন মেহেদী দীর্ঘদিন যাবত চেক জালিয়াতি প্রতারণায় লীপ্ত, এবং সে নানা জায়গায় অভিনব পদ্ধতিতে প্রতারণার ফাঁদ পেতে বসে থাকে। তারই ধারাবাহিকতায়,

আমাদের রুপগঞ্জ পত্রিকার সহ-সম্পাদক ও রুপগঞ্জ থানা প্রেসক্লাবের সাংবাদিক মোঃ মোয়াশেল ভূইয়াও তার ভুক্তভোগী।

 

উল্লেখ্য যে, মোঃমোয়াশেল ভূইয়ার কাছ থেকে বিভিন্ন যৌথ ব্যবসার কথা বলে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ডকুমেন্টবাবদ ডাচ বাংলা ব্যংকের ২টি চেক প্রদান করে, সাংবাদিক মোঃ মোয়াশেল ভূইয়া অবশেষে জানতে পারেন এলাকার আরো অনেক লোকজনের কাছ থেকে সে বিপুল পরিমাণের টাকা হাতিয়ে নিয়েছে, কেউ টাকা চাইলে টাকা দিতে

তালবাহানা করে । এক পর্যায়ে মোয়াশেল ভূইয়া তার নিজের টাকা চাইতে গেলে আনোওয়ার হোসেন মেহেদী সাংবাদিক মোঃমোয়াশেল ভূইয়াকে প্রাণনাশের হুমকি দেয়।

আনোয়ার হোসেন মেহেদী এলাকার প্রভাবশালী ১০-১২জন লোক নিয়ে সাংবাদিক মোঃ মোয়াশেল ভূইয়ার কাছ থেকে থেকে কৌশলে চেক ছিনিয়ে নিতে বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করে। এমতাবস্থায়, সাংবাদিক মোঃ মোয়াশেল ভূইয়া বিষয়টি বুঝতে পেরে ১২/০৯/২০২৪ তারিখে চেক ডিজর্নার করে অতঃপর নারায়ণগঞ্জ কোর্ট থেকে আনোওয়ার হোসেন মেহেদীর নামে উকিল নোটিশ পাঠায়। আনোওয়ার হোসেন মেহেদী উকিল নোটিশ পেয়ে এলাকার কিছু সন্ত্রাসী নিয়ে সাংবাদিক মোঃ মোয়াশেল ভূইয়াকে মেরে ফেলার হুমকি দেয়।

 

এলাকাবাসীর কাছ থেকে আরো জানা যায় আনোয়ার হোসেন মেহেদীর নামে তার নিজ গ্রামে একাধিক মামলা রয়েছে।

 

সাংবাদিক মোঃ মোয়াশেল ভূইয়া দেশবাসী ও আইন প্রশাসনের কাছে ন্যায় বিচার চায়। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।