শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস
পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে
উপজেলা প্রশাসন আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে আলোচনা সভায় মিলিত হয় পরে উপজেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইকোরাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল আলম, বাউসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।