শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
রিপোর্ট: স ম জিয়াউর রহমান
কথায় আছে দশের লাটি একের বোঝ। কিন্তু তা প্রণাম করে দিলো ক্ষুদে ক্রীড়া চক্র টিম মানবতার হাত বাড়িয়ে দিল। খান বাড়ির ক্রীড়া চক্র সদস্যরা মানবিক কাজে হাত বাড়ালো। তারা জানায় খান বাড়ির সুবিধাবঞ্চিত এক অসহায় মায়ের ঘর নির্মান করে দিয়ে এলাকার মানবিক সংগঠনটি সকলের কাছে প্রসংশা কুড়িয়ে নিচ্ছে আলোচিত ক্রীড়া চক্রটি। তারা হঠাৎ করে একদিন জানতে পারে অসহায় বৃদ্ধার আপনজন কেউ নেই। এ বৃদ্ধা মহিলার তার ঘর নির্মান করার জন্য মানুষের কাছে হাত পেতে দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করতে হয়। আজ হয়তো আল্লাহ পাক আমাদের কে এনার কাছে পাঠিয়ে সহযোগিতা করার সুযোগ করে দিলেন বলে জানান ক্রীড়া চক্র সদস্যরা।
গত ২ বছর ধরে মানুষের দুয়ারে দেুয়ারে ঘুরেও একটি ঘর তৈরি করে দেওয়ার কোনো আশ্বাস পাননি তিনি। হঠাৎ খান বাড়ি ক্রীড়া চক্রের সদস্যরা মানুষ থেকে শুনতে পান তার চোখের সমস্যা, তাকে দেখতে গিয়ে সদস্যরা দেখে ঘরের অবস্থা ভালো নয়, বৃষ্টির পানির জন্য ঘুমাতে পারে না। এই ঘরে আর থাকা সম্ভব নয়। অতপর খান বাড়ি ক্রীড়া চক্রের সদস্যরা একটি ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিল।
সকলের সহযোগিতার মাধ্যমে খান বাড়ির বয়স্ক অসহায় মায়ের বাসস্থান তৈরি করে দিলপন। যারা আর্থিক সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞ তারা।
খান বাড়ি ক্রীড়া চক্র
একটি শিক্ষা, সামাজিক, মানবিক ও ক্রীড়া সংগঠন হিসাবে পরিচিতি লাভ করেন।