সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নৃত্যর মাধ্যমে সংস্কৃতিকে তুলে ধরেছেন দিনাজপুরের নৃত্যশিল্পী ইতি ।

মো:মেহেদী হাসান ফুয়াদ 
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

 

মো:মেহেদী হাসান ফুয়াদ

দিনাজপুর জেলা প্রতিনিধি ॥

 

নৃত্য মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি, নৃত্য প্রদর্শনী দেখলে মানুষ তার যোগাযোগের বিভিন্ন আঙ্গিকের সঙ্গে তুলনা করে কেননা নৃত্য এবং ভাষা কাজ করে এক সূত্রে আর সেই নৃত্যর মাধ্যমে দেশের সংস্কৃতিকে তুলে ধরেছেন দিনাজপুরের নৃত্যশিল্পী মাহমুদা খাতুন ইতি ।

 

নৃত্যশিল্পী মাহমুদা খাতুন ইতির সাথে দিনাজপুর জেলা প্রতিনিধি মো: নাজমুল ইসলাম নয়ন এর আলাপচারিতায় জীবনের কথা, নৃত্যচর্চার কথা, নাচ নিয়ে তার স্বপ্নের কথা ।

 

বাবা চাকরিজীবী মোঃ মাহফুজুল্লাহ মা গৃহিণী নুরজাহান বেগম চার ভাই বোনের মধ্যে সবার ছোট নৃত্যশিল্পী মাহমুদা খাতুন ইতি। নৃত্য শিল্পী হয়ে ওঠার পিছনে যার সব থেকে বেশি অবদান রেখেছেন মা নুরজাহান বেগম । চতুর্থ শ্রেণী থেকেই নৃত্য শিখেছেন তবে শুধু নৃত্য মধ্যেই সীমাবদ্ধ থাকেনি চালিয়েছেন পড়াশোনা এলএলবি পাস করেছেন । দিনাজপুর শিল্পকলার নৃত্য প্রশিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি গড়ে তুলেছেন নিজস্ব একটি তা থৈ নামের একটি নাচের দোল ।

 

প্রাচীন মানুষের ছেড়ে যাওয়া বিভিন্ন বস্তু নিদর্শনের মতো নৃত্যকলার তেমন কোন বস্তু না পাওয়া গেলেও নৃত্যকলা প্রাচীন মানবের বিভিন্ন আচার উৎসবে নৃত্যের প্রমাণ পাওয়া যায়। প্রাচীন নৃত্যকলার আরো প্রমাণ মেলে শূদ্রকের মুচ্ছোকটিক গ্রন্থে । মঞ্চে পরিবেশিত নৃত্য এর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে প্রদর্শনী একে সঙ্গীতা অনুষ্ঠানের নৃত্য বলা যায় ,আর সেই নৃত্যকেই বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করেই দেশ ও দেশের বাইরে তুলে ধরেছেন দিনাজপুরের নৃত্যশিল্পী মাহমুদা ইতি । এই নৃত্য উপস্থাপনের মাধ্যমেই নিজের ঝুড়িতে তুলেছেন দেশ-বিদেশের সনদ ও সম্মাননা স্মারক ।

 

মাহমুদা খাতুন ইতি নৃত্যের মধ্য দিয়ে দেশের সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরে সংস্কৃতিকে উপস্থাপন এবং তার বিনিময় প্রকাশ করতে চান ।