শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
রিপোর্ট: স ম জিয়াউর রহমান
উদালিয়া দারউল আফখার মাইজভাণ্ডারী দায়রা শরিফে ২৯শে রবিউল আউয়াল বৃহস্পতিবার ৩ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল উৎযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.),র রওজা শরীফের সাবেক খাদেম, মাইজভাণ্ডারী লেখক ও গবেষক গীতিকার এস এম এম সেলিম উল্লাহ।
মাহফিলে সম্মানিত প্রধান আলোচক ছিলেন মাওলানা কাজী মোহাম্মদ ফরিদুল আলম। উপস্থিত ছিলেন মাওলানা ওসমান গনি, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মোহাম্মদ জাহেদ সন্দীপী।
উপস্থিত ছিলেন ডাঃ বরুণ কুমার আচায্য বলাই, রুবেল শীল, অপু ধর, সফন চৌধুরী, মোহাম্মদ রফিক, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ আনোয়ার , মোহাম্মদ ইউনুস, সৈয়দ রাব্বী , মোহাম্মদ সাবু,মোহাম্মদ আজাদ,মোহাম্মদ তামজিদ, মোহাম্মদ আকাশসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী।