শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
রিপোর্ট : স ম জিয়াউর রহমান
গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর ‘এম. টি বাংলার জ্যোতি’ জাহাজে আকষ্মিক অগ্নিকান্ডের ঘটনায় অত্র কর্পোরেশনের সৌরভ কুমার সাহা (২৩), ডেক ক্যাডেট; মোঃ নুরুল ইসলাম (৪২), হাইলি স্কিল্ড অটোমেকানিক এবং হারুন অর রশিদ (৩৩), দৈনিক ভিত্তিক ফিটার নিহত হন।
নিহতদের শ্রদ্ধা জানাতে গত ১ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫.৩০ ঘটিকায় নিহতদের মরদেহ বিএসসি প্রাঙ্গণে আনা হয় ।
এ সময় মোঃ নুরুল ইসলাম (৪২), হাইলি স্কিল্ড অটোমেকানিক এবং জনাব হারুন অর রশিদ (৩৩), দৈনিক ভিত্তিক ফিটার এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামায শেষে তিনটি মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, নির্বাহী পরিচালকসহ বিএসসির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও তাৎক্ষণিকভাবে বিএসসির পক্ষ হতে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক নিহতদের পারিবারকে যথাযথ আর্থিক সহযোগিতা ও অন্যান্য মানবিক সহায়তা প্রদান করতে বিএসসি অঙ্গীকারবদ্ধ।