শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
রিপোর্ট: স ম জিয়াউর রহমান
বাংলাদেশে একটা নিতান্তই অরাজকতার ঢল নেমেছে এখন। অলি আউলিয়ার দেশ এই সোনার বাংলাদেশ। এই দেশে অসংখ্য অলি আউলিয়াগণ বিভিন্ন জায়গায় শুয়ে আছেন।
ইতিহাসের অনুসন্ধানে জানা যায় আমাদের এই বাংলাদেশে অলি আউলিয়াগণ ইসলাম প্রচার করেছেন। এই অলি আউলিয়াদের নামের উপরে দরবার এবং মাজার ভেঙে পুঁড়িয়ে দেয়ার গভীর ষড়যন্ত্রে একটা কুচক্রী দল মাটে নেমেছে। সোনার বাংলার সুখ্যাতি নষ্ট করার পায়তারা করছে মৌলবাদী ইসলামের চির শত্রু মুয়াবিয়ার চরিত্রে ভুয়া ইসলাম দাবীদার, যারা ইসলামের ক্ষতি করছে। ইতিহাসে পাওয়া যায় আজও লেগে আছে পীর অলি আউলিয়া, ফকির, বাউল, শিল্পী সাধক এবং ইসলামের বিরুদ্ধে।
বাংলাদেশের বিভিন্ন দরবার ও মাজারে হামলা ভাংচুরের পর এখন হুমকি দিয়েছেন কেরানীগঞ্জ আব্দুল্লাহপুরের কদমপুর এলাকা জুড়ে অবস্থিত কদম আলী মস্তানের মাজার ভাঙচুরের।
“আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আছসনি কেউ সংগের সাথী সংগেনি কেউ যাবি আমি মরে যাব” এই বিরল খ্যাতিমান গানের গীতিকার সাত্তার মোহন্তের মাজারে হামলা করার হুমকি দিয়েছেন বিভিন্ন এলাকার মৌলবাদী সন্ত্রাসীরা এবং আব্দুল্লাহপুরের এক দল মাজার হামলাকারীরা। তারা আগামী বৃস্পতিবার এই মাজারে হামলার হুমকি দিলেন।
এদিকে সাত্তার মোহন্তের মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় দরগাহ মাজার খানকাহ শরীফ সংরক্ষণ ও রক্ষা কমিটির সমন্বয়ক স ম জিয়াউর রহমান। তিনি অবিলম্বে প্রকাশ্যে মাজারে হামলার হুমকি দাতাদের আইনের আওতায় আনার দাবি জানান এবং মাজারের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।