সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কেরানীগঞ্জ কদম আলী মস্তানের দরবার এবং গীতিকার, সুরকার, কবি ও শিল্পী সাত্তার মোহন্তের মাজার ভাংচুরের হুমকি!

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

 

 

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

বাংলাদেশে একটা নিতান্তই অরাজকতার ঢল নেমেছে এখন। অলি আউলিয়ার দেশ এই সোনার বাংলাদেশ। এই দেশে অসংখ্য অলি আউলিয়াগণ বিভিন্ন জায়গায় শুয়ে আছেন।

ইতিহাসের অনুসন্ধানে জানা যায় আমাদের এই বাংলাদেশে অলি আউলিয়াগণ ইসলাম প্রচার করেছেন। এই অলি আউলিয়াদের নামের উপরে দরবার এবং মাজার ভেঙে পুঁড়িয়ে দেয়ার গভীর ষড়যন্ত্রে একটা কুচক্রী দল মাটে নেমেছে। সোনার বাংলার সুখ্যাতি নষ্ট করার পায়তারা করছে মৌলবাদী ইসলামের চির শত্রু মুয়াবিয়ার চরিত্রে ভুয়া ইসলাম দাবীদার, যারা ইসলামের ক্ষতি করছে। ইতিহাসে পাওয়া যায় আজও লেগে আছে পীর অলি আউলিয়া, ফকির, বাউল, শিল্পী সাধক এবং ইসলামের বিরুদ্ধে।

বাংলাদেশের বিভিন্ন দরবার ও মাজারে হামলা ভাংচুরের পর এখন হুমকি দিয়েছেন কেরানীগঞ্জ আব্দুল্লাহপুরের কদমপুর এলাকা জুড়ে অবস্থিত কদম আলী মস্তানের মাজার ভাঙচুরের।

“আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আছসনি কেউ সংগের সাথী সংগেনি কেউ যাবি আমি মরে যাব” এই বিরল খ্যাতিমান গানের গীতিকার সাত্তার মোহন্তের মাজারে হামলা করার হুমকি দিয়েছেন বিভিন্ন এলাকার মৌলবাদী সন্ত্রাসীরা এবং আব্দুল্লাহপুরের এক দল মাজার হামলাকারীরা। তারা আগামী বৃস্পতিবার এই মাজারে হামলার হুমকি দিলেন।

এদিকে সাত্তার মোহন্তের মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় দরগাহ মাজার খানকাহ শরীফ সংরক্ষণ ও রক্ষা কমিটির সমন্বয়ক স ম জিয়াউর রহমান। তিনি অবিলম্বে প্রকাশ্যে মাজারে হামলার হুমকি দাতাদের আইনের আওতায় আনার দাবি জানান এবং মাজারের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।