সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গাইবান্ধার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস বেগম এর নানা অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে অভিযোগের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ।

ফয়সাল রহমান জনি
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

 

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

 

গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি শাখা) কে নির্দেশ প্রদান করেছেন সহকারী কমিশনার সাধারন শাখা মো:মোস্তাফিজুর রহমান।

 

গত ০৩/৯/২০২৪ ইং তারিখে গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস বেগমের নানা অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সুবিধা বঞ্চিত ভুক্তভোগীদের পক্ষে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন শাহানা ইয়াসমিন লাকী।

অভিযোগে তিনি উল্ল্যেখ করেন, নার্গিস বেগম ২০১৮ সালে গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে তিনি জেলার প্রকৃত সুবিধা বঞ্চিত অসহায় বেকার ও উদ্যোক্তাদের সুবিধাভোগীর তালিকা থেকে বাদ দিয়ে তার মনোনিত পারিবারিক ভাবে সচ্ছল এবং দালাল শ্রেনির নারীদের তালিকা প্রস্তুত করে বিভিন্ন সরকারি সুবিধা প্রদান করে আসছে এবং বারবার একই ব্যাক্তিদের দিয়ে সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করেন তিনি। শুধু তাই নয় অত্র অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ সুবিধাভোগীদের নামের বিভিন্ন বরাদ্দের অংশের অর্থ নিজেদের পকেটে ভরান। অভিযোগে আরো উল্ল্যেখ রয়েছে সরকার দলীয় লোকজনদের যোগসাজসে দীর্ঘ প্রায় ০৬ বছরের অধিক সময় একই দপ্তরে অবস্থান করার কারণে এই নার্গিস বেগম জেলা পর্যায়ের একজন নারী মাফিয়া কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এ সকল অনিয়ম ও দূর্ণীতির কেউ প্রতিবাদ করতে গেলে তিনি প্রতিবাদকারীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও সাধারণ সেবা গ্রহীতাগণ সহ তার অধিনস্ত সহকর্মীদের সাথে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে নার্গিস বেগমের বিরুদ্ধে। এদিকে এই অভিযোগের সূত্র ধরে সাম্রতিক এস এ টেলিভিষনের এক সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে নার্গিস বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম অভিযোগের কথা ভুক্তভোগীসহ সাধারণ মানুষের মুখে।

 

উক্ত ঘটনায় সহকারী কমিশনার সাধারন শাখা মো:মোস্তাফিজুর রহমান কর্তৃক তদন্তের নির্দেশ প্রদান করায় আনন্দিত ভুক্তভোগীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তা নার্গিস বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবে কর্তৃপক্ষ এমনটি প্রত্যাশা সবার।